Horoscope Today: বৃষের অতিরিক্ত খরচ, কন্যার ব্যবসায় লাভ, কুম্ভের অর্থপ্রাপ্তি! জেনে নিন, আজ কেমন কাটবে আপনার দিন...

Soumitra Sen Sun, 09 Jun 2024-12:10 pm,

পরিবারের সঙ্গে সময় কাটাবেন। কর্মস্থলে সুনাম অর্জন। আজ একটু স্বাস্থ্যসচেতন হতেই হবে।

স্বাস্থ্যের প্রতি মনোযোগী হন। আজ আপনার বেশ একটু বেশি খরচ হয়ে যেতে পারে।

চাকরিপ্রার্থীদের পক্ষে দিনটা ভালো। চারুকলার চর্চায় নতুন রাস্তা খুলে যেতে পারে। আজ কোনও বিষয়ে ডিসকারেজড হবেন না। 

পুরনো কোনও অসুস্থতা জেগে উঠতে পারে। কোনও ভাল ব্যাপার নষ্ট হওয়ার যোগ আছে, সতর্ক থাকুন।

নিজেকে সক্রিয় রাখুন, সুস্থ রাখুন। কোনও আইনি ঝামেলায় অভিজ্ঞ ব্যক্তির পরামর্শে প্রয়োজনীয় সুরক্ষা পেতে পারেন।

নতুন ব্যবসায় লাভের মুখ দেখবেন। যাঁরা বিদেশে গিয়ে পড়াশোনা করতে চাইছেন,তাঁদের সাফল্য মিলবে।

আজ রোজকার জাঁতাকল থেকে মিলতে পারে ছুটি। কর্মক্ষেত্রে কোনও সমস্যা তৈরি হতে পারে।

ডায়েটে একটু বদল আনুন, ম্যাজিক ঘটবে। আজ যে কোনও ব্যক্তির সঙ্গে কথা বলবেন খুব বুঝেশুনে।

রোজগার ভালো হলেও একটু বুঝে চলুন। কোননা, অর্থ অপচয়ের সম্ভাবনা আছে। আজ, ছোট্ট কোনও একটি ব্যাপার আপনাকে একেবারে আকর্ষণের কেন্দ্রে এনে ফেলবে। 

ভালো চিন্তায় থাকুন। আজ ভ্রমণযোগ রয়েছে।

একটু সহ্যশক্তি বাড়ান। ভালো হবে। অর্থনৈতিক অবস্থা আগের চেয়ে অনেকটা ভালো হবে।

অর্থনৈতিক সুস্থিতি বজায় থাকায় সবদিক থেকেই ভালো থাকবেন। কোনও লং জার্নি হতে পারে।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link