Horoscope Today: কন্যার সাফল্য, তুলার অর্থপ্রাপ্তি, মীনের রোগমুক্তি! জেনে নিন, আজ কেমন কাটবে আপনার দিন...
সংসারখরচে রাশ টানুন। পরিবারের সদস্যরা আপনার পাশে দাঁড়াবেন।
অন্যকে ইমপ্রেস করা জন্য অপ্রয়োজনীয় খরচের বোকা-বোকা ভাবনা থেকে বেরিয়ে আসুন।
অর্থনৈতিক ভাবে বেশ ভালোই যাবে দিনটি। শিক্ষাসংক্রান্ত কোনও সুখবর আসতে পারে।
এনার্জেটিক লাইফস্টাইল আপনাকে ফিট রাখবে, সুস্থ রাখবে। বাড়িতে কোনও অনুষ্ঠান আয়োজিত হতে পারে।
একটা ভ্রমণ আপনাকে দৈনন্দিনের একঘেয়েমি থেকে মুক্তি দেবে। কোনও সামাজিক ক্ষেত্রে যাওয়ার আমন্ত্রণ পেতে পারেন।
কোনও প্রজেক্ট নিয়ে আপনার পরিশ্রম আপনাকে সাফল্যের মুখ দেখাবে। আজ ড্রাইভিং এড়িয়ে যান।
স্বাস্থ্যকে অগ্রাধিকার দিন। সামনে ভালো উপার্জনের রাস্তা খুলে যাওয়ার সম্ভাবনা।
আপনার অর্থনৈতিক পরিকল্পনা কাগজে-কলমেই থেকে যাচ্ছে, কাজের কাজ কিছু হচ্ছে না। সম্পত্তি সংক্রান্ত কোনও সিদ্ধান্ত নয় আজ।
পরিশ্রম আজ আপনাকে সাফল্যের মুখ দেখাবে। কোনও ঈপ্সিত গন্তব্যে পৌঁছে যাবেন আজ।
ভবিষ্যতের জন্য সঞ্চয় করুন। ঠিকঠাক প্রস্তুতি না নিয়ে কোনও বড় ট্যুরে যাবেন না কিন্তু।
টাকা-পয়সার ক্ষেত্রে আজ মিশ্র দিন। আপনি বেড়াতে ভালোবাসেন। আর এই ভালোবাসাই আপনাকে আজ পৌঁছে দেবে কোনও ভালো অভিজ্ঞতার কাছে।
যে ক্রনিক রোগে ভুগছেন, সহসা দেখবেন তা থেকে মুক্তি মিলেছে! বিশেষ কারও প্রশংসা আপনাকে দারুণ উজ্জীবিত করবে।
(Disclaimer: প্রচলিত ধর্মীয় রীতি, শাস্ত্র বা তত্ত্বের ভিত্তিতে এই পরামর্শ দেওয়া হয়েছে। এটি মানা বা না মানার সুপারিশ করা হচ্ছে না। বিশ্বাস ব্যক্তিগত বিষয়। সচেতন পাঠক যা করবেন স্বদায়িত্বে। আমাদের সম্পাদকীয় দফতরের কোনও দায়বদ্ধতা নেই।)