Horoscope Today: বৃষের ব্যবসায় লাভ, মিথুনের প্রাপ্তি, কন্যার সাফল্য! জেনে নিন, আজ কেমন কাটবে আপনার দিন...
কাজের জায়গায় একটু দোলাচল থাকবে। বন্ধুদের থেকে সমস্যা বাড়তে পারে। উইকেন্ডে ঘুরে আসুন কোথাও।
আজ ঘরেই নানা রকম রান্নাবান্না করে খাবেন। অশান্তির যোগ আছে। একটু সাবধান থাকতে হবে। ব্যবসায় লাভ।
সহসাই কোনও প্রাপ্তি ঘটে যাবে। কাজের দায়িত্ব বাড়বে। তর্ক ও আবেগের মিশ্রণে কাটবে দিন।
নিজের বংশলতিকা থেকে খুব আশ্চর্যজনক কিছু জানতে পারবেন আজ। লোকে দুর্বলতার সুযোগ নিতে পারে। পেশায় সমস্যা।
কলাবিদ্যার চর্চা করে প্রসংসা কুড়োবেন। দাম্পত্য অশান্তির যোগ। পারিবারিক বিবাদ।
গবেষণায় সাফল্য। শারীরিক কষ্ট বৃদ্ধি। কর্মক্ষেত্রে সুনাম।
মানুষকে বিশ্বাস করুন, তবে অন্ধের মতো নয়। ব্যবসায় সংকট ঘনাতে পারে।
সম্পর্কে উন্নতি। গোপন ব্যাপার প্রকাশ্যে আসবে। শারীরিক সমস্যা। দাম্পত্যে উন্নতি। ধৈর্য ধরুন।
আনন্দ করুন আবার বিশ্রামও নিন। চিকিৎসার খরচ বৃদ্ধি। বন্ধুর সঙ্গে বিবাদযোগ।
আজ কারও পরামর্শে চলবেন না, নিজে সিদ্ধান্ত নিন। কোনও সুযোগ হাতছাড়া হতে পারে।
বাড়ির বিষয়গুলিতে একটু মনোযোগ দিন। আজ সকলের ভালোবাসা পাবেন।
দূর ভ্রমণ এড়িয়ে যান। কঠোর পরিশ্রম করতে হবে আজ। প্রেমজীবনে গতি কম। নিজের প্রয়োজনটা উপলব্ধি করুন এবং সেইভাবে চলুন।
(Disclaimer: প্রচলিত ধর্মীয় রীতি, শাস্ত্র বা তত্ত্বের ভিত্তিতে এই পরামর্শ দেওয়া হয়েছে। এটি মানা বা না মানার সুপারিশ করা হচ্ছে না। বিশ্বাস ব্যক্তিগত বিষয়। সচেতন পাঠক যা করবেন স্বদায়িত্বে। আমাদের সম্পাদকীয় দফতরের কোনও দায়বদ্ধতা নেই।)