Horoscope Today: শত্রুর সঙ্গে আপস করতে হবে কর্কটকে, বেফাঁস কথা বললেই বিপদ মকরের
অনেককিছু আজ আপনার মনের মত হবে। পড়ে থাকা কাজ সহজেই শেষ হবে। আয়ের রাস্তা খুলে যাবে। সঞ্চয়ের চেষ্টা করুন। দরকারি কাজ মিটিয়ে ফেলুন। লোভ করবেন না।
কোনও ভালো খবর পেতে পারেন। আর্থিক অবস্থার উন্নতি হবে। বড়দের কাছ থেকে কিছু শিখতে পারবেন। মানসিক চাপে থাকবেন। ব্যবসায় সমস্যা আছে। শারীরিক সমস্যা হতে পারে।
ব্যবসায় থেমে থাকা কাজ চালু হয়ে যাবে। কাছের মানুষের সঙ্গে দেখা হয়ে যেতে পারে। নিজের প্রভাবে পারিবারিক সমস্যা সমাধান করতে পারবেন। কোনও বিপদ আসতে পারে। শরীর খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে।
হয়রানি হতে পারে। শত্রুর সঙ্গে আপস করতে হবে। রোগ থেকে মুক্তি পাবেন। দীর্ঘ মেয়াদের জন্য বিনিয়োগ করে রাখতে পারেন। লাভ পাবেন। পারিবারিক কোনও বিষয় নিয়ে সমস্যায় পড়তে পারেন। সাবধানে ডিল করুন। পারিবারিক সমাস্যা মেটাতে কাঠখড় পোহাতে হতে পারে।
কাছের মানুষের সঙ্গে বিবাদ। রাগ নিয়ন্ত্রণ করুন। নইলে সমস্যা হতে পারে। ব্যবসায় পার্টনারের সঙ্গে বিবাদ। যে কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে অভিজ্ঞ কারও সাহায্য নিন। কাজের জায়াগায় উত্সাহ পাবেন না। সম্পত্তিতে বিনিয়োগ করার পরিকল্পনা করে ফেলুন।
খরচ থেকে সাবধান। আয়র ভালো হবে। পারিবারিক অশান্তি বাড়তে পারে। কাজের জায়গায় কারও সঙ্গে বিবাদ হতে পারে। সতর্কতার সঙ্গে ডিল করুন। সম্পত্তি নিয়ে সিদ্ধান্ত নিতে পারেন।
সারাদিন ব্যস্ত থাকবেন। আর্থিক অবস্থার উন্নতি হবে। সামাজিক মর্যাদা বাড়বে। ভবিষ্যতের জন্য আর্থিক পরিকল্পনা করে ফেলুন। ভালো ফল পাবেন। পরিবারের কারও সঙ্গে বিবাদ। খরচ বৃদ্ধি। বাইরের অশান্তি ঘরে আসতে পারে।
সংসারে অশান্তি হতে পারে। সন্তনের জন্য় চিন্তা থাকবে। পাওনা টাকা আদায় হবে। পরিকল্পনা সফল হবে। কোনও কাজের জন্য অনুশোচনা হতে পারে।
সম্পত্তিতে বিনিয়োগের সুযোগ আসতে পারে। খরচ কমান। ব্যবসায় উন্নতি হবে। বাড়িতে আত্মীয় আসতে পারে।
ব্যবসা নিয়ে কারও সঙ্গে বিবাদ হতে পারে। চকরিতে সমস্যা। বেশি কথা বলায় বিপদে পড়তে পারেন। পরিবারে স্ত্রীর সঙ্গে অশান্তি হতে পারে। শত্রুদের থেকে সাবধান। সম্পত্তি নিয়ে সমস্য়ায় পড়তে পারেন। ভ্রমণের যোগ আছে।
কাজ ও পরিবারের সঙ্গে সমতা বজায় থাকবে। আর্থিক পরিস্থিতি ভালো হবে। বিনিয়োগ করতে পারেন। পরিবারের কাছ থেকে সাহায্য না পেয়ে দুঃখ পেতে পারেন। বাড়ি কেনার সুযোগ আসবে। বুঝেশুনে কথা বলুন। সব কথার প্রতিবাদ করতে যাবেন না।
পরিবারের লোকজন আপনাকে নিয়ে খুশি থাকবেন। পরিবারিক সম্পত্তি থেকে লাভ পাবেন। দাম্পত্যে কলহ। মনের মানুষের দেখা পেতে পারেন। কর্মস্থানে মাথা ঠান্ডা রাখুন। ব্যবসায় ক্ষতির আশঙ্কা। কাজের জায়গায় ধীর সুস্থে এগিয়ে যান। দূরে থাকা মানুষদের সঙ্গে সম্পর্ক ভালো করুন। কাজের জায়গায় সাবধান।
(Disclaimer: প্রচলিত ধর্মীয় রীতি, শাস্ত্র বা তত্ত্বের ভিত্তিতে এই পরামর্শ দেওয়া হয়েছে। এটি মানা বা না মানার সুপারিশ করা হচ্ছে না। বিশ্বাস ব্যক্তিগত বিষয়। সচেতন পাঠক যা করবেন স্বদায়িত্বে। আমাদের সম্পাদকীয় দফতরের কোনও দায়বদ্ধতা নেই।)