Rajasthan Accident: ভয়ংকর সংঘর্ষ! অঘোরে প্রাণ গেল আট শিশু-সহ তিন...

Sun, 20 Oct 2024-11:36 am,

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: গভীর রাতে যাত্রীবাহী বাস এবং টেম্পোর ভয়ংকর মুখোমুখি সংঘর্ষ। মর্মান্তিক এই সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই ১১ জনের মৃত্যু হয়।

 

নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। জানা গিয়েছে, দুর্ঘটনার সময় বেশীরভাগ যাত্রীরাই গভীর ঘুমে ছিলেন। ঘটনাটি ঘটে, রাজস্থানের ধোলপুর জেলায়।

পুলিস সূত্রে জানা গিয়েছে, সুনিপুরের কাছে এই দুর্ঘটনা ঘটেছে। গ্রামের কাছাকাছি NH11B-তে একটি স্লিপার কোচ বাস টেম্পোকে ধাক্কা দেয়। 

পুলিস আরও জানিয়েছে, নিহতরা বারি শহরের করিম কলোনির গুমাট মহল্লার বাসিন্দা। তারা বারাউলি গ্রামে তাদের আত্মীয়দের বাড়িতে গিয়েছিলেন এবং অনুষ্ঠানে যোগ দিয়ে ফিরছিলেন। 

 

রাতে সুনিপুর গ্রামের কাছে হঠাৎ একটি স্লিপার কোচ বাস সামনে থেকে আসা একটি টেম্পোকে ধাক্কা দেয়। যার কারণে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। 

এসময় ওই পরিবারের নারী ও শিশুরা একটি টেম্পোতে করে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। গভীর রাতে বাড়িতে পৌঁছানোর আগেই এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আট শিশু ছাড়াও দুই নারী ও একজন পুরুষ মারা যায়। আর আহত বাকি তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের জেলা হাসপাতালে রেফার করা হয়েছে। আহতদের মধ্যে স্লিপার কোচ বাসের চালক ও কন্ডাক্টরও রয়েছেন।   

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link