IPL 2020: বোর্ডের চিঠির প্রাপ্তি স্বীকার ECB-র, চলতি সপ্তাহেই আরবে আইপিএল-এর সূচি প্রকাশ!
করোনাভাইরাসের কারণে এবার যে সংযুক্ত আরব আমিরশাহিতে আইপিএল হচ্ছে সে ব্যাপারে আগেই ইঙ্গিত দিয়ে রেখেছিলেন আইপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল।
দুবাই-এ আইপিএল করতে চেয়ে বোর্ড (BCCI) যে চিঠি পাঠিয়েছিল তার প্রাপ্তি স্বীকার করল এমিরেটস ক্রিকেট বোর্ড (ECB)।
এমিরেটস ক্রিকেট বোর্ডের সচিব মুবাসির উসমানি এক বিবৃতিতে বলেছেন, " আমরা সরকারিভাবে ভারতীয় ক্রিকেট বোর্ডের চিঠি পেয়েছি। ভারত সরকার কী সিদ্ধান্ত নেয়, তা দেখার জন্য আমরা এখন অপেক্ষা করছি। তারপর সব কিছু চূড়ান্ত হবে।"
আইপিএল নিয়ে বোর্ড আশাবাদী থাকলেও সূত্রের খবর কেন্দ্র সরকারের থেকে সংযুক্ত আরব আমিরশাহিতে আইপিএল করা নিয়ে বিসিসিআই এখনও কোনও সবুজ সংকেত পায়নি।
কেন্দ্র সরকারের সবুজ সঙ্কেত চলে এলে চলতি সপ্তাহে সরকারিভাবে আইপিএল ২০২০ সূচি প্রকাশ করতে পারে বিসিসিআই। সূত্রের খবর, পয়লা অগাস্ট বসতে চলেছে আইপিএল গভর্নিং কাউন্সিলের বৈঠক। ওই বৈঠকেই সূচি প্রকাশের সম্ভাবনা।