`ঘণ্টাখানেক দারুণ কথা হল`, রাজভবনে মমতা-রাজ্যপাল আলাপচারিতা, সাক্ষী বুদ্ধ
নিজস্ব প্রতিবেদন : "ঘণ্টাখানেক দারুণ কথা হল মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে।" রাজভবনে মমতা-ধনখড়ের বৈঠকের পর টুইট করলেন রাজ্য়পাল।
এর আগেও বহুবার বৈঠকের জন্য ডেকেছিলেন রাজ্যপাল। কিন্তু তখন আসেননি মুখ্যমন্ত্রী।
এবার বিধানসভায় বাজেট ভাষণের পর, এদিন রাজভবনে রাজ্যপালের সঙ্গে দেখা করতে এলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
তবে দুজনের মধ্যে কী নিয়ে কথা হয়েছে, সে বিষয়ে অবশ্য কিছু জানা যায়নি। মুখ খোলেননি ধনখড়-মমতা, কোনও পক্ষ-ই। সূত্রের খবর,এসসি-এসটি কমিশন বিল ও গণপিটুনি প্রতিরোধ বিল নিয়ে তাঁদের মধ্যে কথা হয়েছে।
রাজভবনে জগদীপ ধনখড়ের স্ত্রী সুরেশ ধনখড়ের সঙ্গেও কথা বলতে দেখা যায় মুখ্যমন্ত্রীকে।