রাতারাতি কোটিপতি! ১০০ টাকা খরচ করে ১ কোটির মালকিন গৃহবধূ

Sat, 27 Feb 2021-11:04 am,

নিজস্ব প্রতিবেদন : একেই বোধহয় বলে, "উপরওয়ালা যব দেতা হ্যায়, ছপ্পড় ফাড়কে দেতা হ্যায়..." বহুল প্রচারিত এই প্রবাদটিই যেন সত্যি হয়ে দেখা দিল গৃহবধূ রেনুর জীবনে। টানাটানির মধ্যবিত্ত সংসারজীবন থেকে রাতারাতি কোটিপতি মালকিন তিনি!

 

অবাক লাগছে শুনে? ভাবছেন, গাঁজাখুরি গল্প? একদমই না। এমনটাই ঘটেছে। এটাই সত্যি। এটাই বাস্তব। অমৃতসরের গৃহবধূ রেনু ১০০ টাকা খরচ করে রাতারাতি হয়ে গিয়েছেন ১ কোটির মালকিন। 

জীবনে প্রথমবার লটারির টিকিট কেটেছিলেন রেনু। আর প্রথম বাজিতেই কিস্তিমাত করে দিয়েছে ঘরের বউ! পঞ্জাব সরকারের পক্ষ থেকে বিজেতা হিসেবে রেনু চৌহানের নাম ঘোষণা করতেই খুশির হাওয়া চৌহান পরিবারে।

একে 'ভগবানের দান', এমনটাই বলছেন রেনু। মধ্যবিত্ত সংসারে এরফলে সুদিন ফিরতে চলেছে, সেকথাও বললেন তিনি। রেনু বলেন, "আমার স্বামী অমৃতসরে একটা ছোটোখাটো কাপড়ের দোকান চালান। এই টাকায় আমাদের অনেকটা সুবিধে হবে এবার।"

প্রসঙ্গত, পঞ্জাব স্টেট লটারিজ ডিপার্টমেন্ট থেকে ১১ ফেব্রুয়ারি রাজ্য সরকারি লটারির ফলাফল ঘোষণা করা হয়েছিল। D-12228 টিকিটের বিজেতা রেনু চৌহান বৃহস্পতিবার সমস্ত নথিপত্র জমা করেন।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link