EXPLAINED | WTC Final 2025: বাভুমারা চড়লেন মগডালে, চাপে পুরো চিড়ে চ্যাপ্টা ভারত! কতটা কঠিন রোহিতদের লড়াই?
দক্ষিণ আফ্রিকা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার সম্ভাবনা আরও উজ্জ্বল করল। টেম্বা বাভুমার নেতৃত্বাধীন টিম শ্রীলঙ্কাকে ১৪৩ রানে হারিয়ে ঘরের মাঠে ২-০ ব্যবধানে সিরিজ জিতল। আধিপত্য বিস্তার করে এখন ডব্লিউটিসি পয়েন্ট টেবিলের শীর্ষে উঠল দক্ষিণ আফ্রিকা। প্রথম দুইয়ে থাকার ক্ষেত্রে নিজেদের অবস্থান আরও মজবুত করল প্রোটিয়া। অ্যাডিলেড ওভালে অস্ট্রেলিয়ার কাছে গোলাপি টেস্ট হেরে, ভারতের ফাইনালে ওঠার রাস্তা আরও কঠিন হয়ে গেল! এখন একে দক্ষিণ আফ্রিকা, দুয়ে অস্ট্রেলিয়া ও তিনে ভারত
দক্ষিণ আফ্রিকা জিতে কিন্তু ভারতকে সাহায্যই করল। বাভুমাদের জয় নিশ্চিত করে দিল যে, শ্রীলঙ্কা ফাইনালের দৌড় থেকে বাদ পড়ার দোরগোড়ায় চলে এল। ভারতের পয়েন্ট শতাংশ ৬১.১১ থেকে ৫৭.২৯-এ নেমে এসেছে। ভারত প্রথম দুই থেকে ছিটকে গেল। যদিও ভারতের লক্ষ্য- টানা তৃতীয়বার ডব্লিউটিসি ফাইনালে যাওয়ার। ওদিকে দক্ষিণ আফ্রিকা আইসিসির- এই শো পিস ইভেন্টে প্রথমবার ফাইনালে যাওয়ার লড়াইয়ে। দেখে নেওয়া যাক ভারত কোন কোন শর্তে ফাইনালে যাওয়ার গেটপাস পেতে পারে!
ভারত যদি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অত্যাশ্চর্য ভাবে ৩-২ সিরিজ জিতে যায়, তাহলে তারা ১৪৬ পয়েন্টে যাবে। পয়েন্ট শতাংশ ৬৪.০৫ হবে। এরমকটাই নিশ্চিত করবে যে, অস্ট্রেলিয়া ভারতকে ছাপিয়ে যেতে পারবে নায। ডব্লিউটিসি ফাইনালে জায়গা নিশ্চিত কর ফেলবেন রোহিতরা। তবে এমনটা করতে গেলে ভারতকে একেবারে প্রথমসারির ক্রিকেটই খেলতে হবে।
অজিদের বিরুদ্ধে ৩-১ সিরিজ জিতলে ভারত ১৩৮ পয়েন্ট যাবে। পয়েন্ট শতাংশ ৬০.৫২ হবে। এক্ষেত্রে, অস্ট্রেলিয়ার সর্বোচ্চ সম্ভাব্য পয়েন্ট শতাংশ ৫৭-তে নেমে আসবে। এমনকী যদি তারা শ্রীলঙ্কার বিরুদ্ধে বাকি ম্যাচ জিতেও নেয়, তাহলেও এই ফলাফল ফাইনালে ভারতের অবস্থান নিশ্চিত করবে এবং অস্ট্রেলিয়াকে দৌড় থেকে ছিটকে দেবে।
২-২ সিরিজ ড্র করলে ভারত কিন্তু চাপে পড়ে যাবে। ভারতের পয়েন্ট হবে ১২৬। পয়েন্ট শতাংশ ৫৭.০১ হবে। ওদিকে অস্ট্রেলিয়া যদি শ্রীলঙ্কার বিরুদ্ধে তাদের বাকি সব ম্যাচে জিততে পারে, তাহলে ১৩০ পয়েন্ট হবে। রোহিতদের ছাপিয়ে যাবেন কামিন্সরা। এই ফলাফল ভারতকে ফাইনালে ওঠার লড়াই থেকে ছিটকেই দেবে।
সোজা কথা ফাইনালে জায়গা নিশ্চিত করতে হলে ভারত আর হারতে পারবে না। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৩-২ বা ৩-১ ব্যবধানে জয়ই যোগ্যতা অর্জনের সবচেয়ে নিরাপদ পথ। বাকি ম্যাচে ড্র করা বা জোড়া সরাসরি জয়ের চেয়ে কম কিছুই, ভারতের সম্ভাবনাকে ঝুঁকিতে ফেলে দেবে।