অস্ট্রেলিয়ায় খেলতে পারেননি, এখন কেমন আছেন পৃথ্বী শ? জানালেন নিজেই
অস্ট্রেলিয়ায় তিনিই হয়ে উঠতে পারতেন ভারতীয় দলের সেরা ওপেনার। কিন্তু তেমনটা হয়নি। তিনি গোটা অস্ট্রেলিয়া সফরে একটা ম্যাচও খেলতে পারেননি। আর গোটা টেস্ট সিরিজে ভারতীয় দলকে ভাল ওপেনার-এর অভাবে ভুগতে হয়েছে।
সিডনি ক্রিকেট গ্রাউন্ডে প্র্যাকটিস ম্য়াচে চোট পেয়েছিলেন পৃথ্বী শ। ম্যাক্স ব্রায়ান্টের ক্য়াচ ধরতে গিয়ে বাউন্ডারি লাইনে বেকায়দায় পড়ে যান তিনি। পৃথ্বীর গোড়ালি ঘুরে যায়।
প্রথমে ভারতীয় টিম ম্যানেজমেন্ট ভেবেছিল, পৃথ্বীর চোট গুরুতর নয়। কিন্তু শেষ পর্যন্ত গোটা সফর থেকেই ছিটকে যান মুম্বইয়ের ব্যাটসম্য়ান। তিনি খেললে হয়তো ভারতীয় দলের ওপেনার সমস্যা মিটতে পারত।
অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস্ট সিরিজ জিতেছে ভারতীয় দল। পৃথ্বী অবশ্য একটাও ম্যাচ খেলতে পারেননি। এতদিন পর্যন্ত তাঁর চোটের অবস্থাও জানা যায়নি। এবার পৃথ্বী নিজেই জানালেন, কেমন আছেন!
পৃথ্বী বললেন, ''আশা করছি আইপিএলের আগেই ফিরতে পারব। তবে ম্যাচ ফিট হয়ে উঠতে কিছুটা সময় লাগবে। অস্ট্রেলিয়ায় চ্যালেঞ্জিং পরিস্থিতিতে খেলতে চেয়েছিলাম। ওখানকার বাউন্সি উইকেট আমার খেলার স্টাইলের সঙ্গে মানানসই। কিন্তু চোট-আঘাত আমাদের হাতে নেই। ভারতীয় দল সিরিজ জিতেছে, এটাই বড় কথা। ''