PF Account: এক SMS, Missed Call এই জানতে পারবেন Balance, জানুন পদ্ধতি

Mon, 07 Jun 2021-6:39 pm,

নিজস্ব প্রতিবেদন: এবার এক এসএমএসেই (SMS) জানতে পারবেন আপনার পিএফ অ্যাকাউন্টে (PF Account) থাকা টাকার পরিমাণ (Balance)। গ্রাহকদের জন্য খুব গুরুত্বপূর্ণ এই খবর সম্প্রতি ঘোষণা করেছে ইপিএফও (EPFO)। 

পিএফ অ্যাকাউন্টে (PF Account) কত টাকা রয়েছে তা জানতে পারা যায় চারটি উপায়ে। অনলাইনে ইপিএফওর (EPFO) ওয়েবসাইটে গিয়ে, UMANG অ্যাপের মাধ্যম ছাড়াও এসএমএসের ও মিসড্ কল সার্ভিসের মাধ্যমে জানা যাবে অ্যাকাউন্ট ব্যালেন্স (Balance)।

UAN পোর্টালে যদি আপনার রেজিস্ট্রেশন করা থাকে তবে 7738299899 নম্বরে ‘EPFOHO UAN’ লিখে SMS  করলেই মোবাইলে চলে আসবে ব্যালেন্স। । যে ফোন নম্বরের সঙ্গে পিএফ অ্যাকাউন্টের সংযোগ রয়েছে সেই নম্বর থেকেই মেসেজ করতে হবে।

এছাড়াও 011-22901406 নম্বরে মিসড্ কল দিয়েও জানতে পারবেন পিএফ অ্যাকাউন্টের ব্যালেন্স। 

কোভিড পরিস্থিতিতে সম্প্রতি গ্রাহকদের সুবিধার জন্য একাধিক পদক্ষেপ নিয়েছে ইপিএফও (EPFO)। জরুরি পরিস্থিতিতে অগ্রিম হিসেবে গ্রাহকদের টাকা তোলার অনুমতি দিয়েছে সংস্থা।  

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link