চিনতে পারছেন? শ্বশুরবাড়িতে কেমন আছেন প্রতিবাদী প্রিয়া, দেখুন অন্দরমহলের ছবি
বিয়ের পর বাড়ি ছাড়ার সময় 'বিপ্লব' ঘটিয়েছিলেন তিনি। প্রথা ভেঙে বলেছিলেন, বাবা-মায়ের ঋণ শোধ হয় না কখনো। বিয়ের পর কেটেছে প্রায় একটা মাস। কেমন সংসার পেতেছেন প্রতিবাদী প্রিয়া মান্না?
'ঘর' বাঁধতে যাওয়ার সময় হাসিমুখে নিজের ঘর ছেড়েছিলেন তিনি। প্রথা মেনে বলেননি, 'বাবা-মায়ের সব ঋণ শোধ করে গেলাম।' উলটে তিনি বলেন, 'বাবা-মায়ের ঋণ কখনো শোধ করা যায় না।' গত মাসে ভাইরাল হয়েছিল প্রিয়ার বাড়ি ছাড়ার ভিডিয়ো।
সোশ্যাল সাইটে বেশ যাতায়াত প্রিয়ার। বাড়ি তাঁর হুগলির বেগমপুরে। শ্বশুরবাড়ি রাজারহাটের বিষ্ণুপুরে। বিয়ের পর তাঁর নতুন সংসারের বেশ কয়েকটি ছবিও পোস্ট করেছেন গৃহবধূ। সেখানে দেখা যাচ্ছে স্বামী ও পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে খুশিতেই আছেন তিনি।
দেখুন প্রিয়ার আরও কয়েকটি ছবি।