অ্যাপ থেকে মেট্রোর পাস কীভাবে সংগ্রহ করবেন? হাতেকলমে শিখে নিন
নিজস্ব প্রতিবেদন : মেট্রো চালুর আগে আজ বিভিন্ন স্টেশন ঘুরে দেখলেন মেট্রো রেলের জিএম। পার্কস্ট্রিট স্টেশনে নজরে এল নানান ব্যবস্থা। যেমন- ১) টিকিট কাউন্টার থেকে এখন টিকিট বা টোকেন দেওয়া হবে না। কিন্তু স্মার্ট কার্ড কেনার লাইনেও যাতে দূরত্ব বিধি থাকে তার জন্য দাগ দেওয়া হয়েছে দাগ।
২) স্টেশনে বসার জায়গায় একটি সিটের পর দুটো সিট ছেড়ে তার পরের সিটে বসার ব্যবস্থা করা হয়েছে।
৩) প্ল্যাটফর্মে ট্রেনে ওঠার আগেও যাতে হুড়োহুড়ি না হয়, সেজন্য সেখানেও দাগ দেওয়া রয়েছে।
৪) স্টেশনে ঢোকার সময় যাত্রীদের হাত স্যানিটাইজ করার জন্য মেশিন লাগানো হয়েছে। ৫) মেট্রো কর্মীরাও বিশেষ চশমা, গ্লাভস পরে রেডি।
উল্লেখ্য, এখন মেট্রোয় যাতায়াত করার ক্ষেত্রে যাত্রীদের অ্যাপ থেকে পাস সংগ্রহ করতে হবে। কীভাবে এই পাস সংগ্রহ করতে হবে? মেট্রো অ্যাপটি চ্যাটবট সিস্টেমের মত কাজ করবে। শেষে পাস জেনারেট হয়ে যাবে।দিনে ৫ লাখ আর ঘণ্টায় ৫০ হাজার অনুরোধ নিতে পারবে এই চ্যাটবট সিস্টেম।
এই চ্যাটবট সিস্টেমটা অনেকটা হোয়াটসঅ্যাপের মত। একটা করে টাইপ করবে আর একটা করে উত্তর আসবে। প্রথমে জানতে চাইবে নাম।
তারপর জানতে চাইবে কোন স্টেশন থেকে ট্রেনে উঠবেন। এরপর বলতে হবে কোন স্টেশনে যাবেন।
তারপর আপনার কাছে চলে আসবে বিভিন্ন সময়ের চার্ট। সেখান থেকে বেছে আপনাকে বলতে হবে কোন সময়ে আপনি যাবেন।
এরপর আপনার নামে পাস ইস্যু হবে। বিভিন্ন সময়ের জন্য নির্দিষ্ট রয়েছে বিভিন্ন রংয়ের পাস।
যেমন এখানে বেগুনি রংয়ের পাস আছে।