নাশকতার মোকাবিলা কীভাবে, CISF-র আচমকা মক ড্রিলে চমক কলকাতা বিমানবন্দরে
বিমানবন্দরের মধ্যে কোনও নাশকতার চেষ্টা বা বিস্ফোরক নিয়ে কেউ প্রবেশ করলে তা কিভাবে প্রতিরোধ করা হবে! বুধবার তারই মহড়া সারল কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ।
বিমানবন্দরের লাউঞ্জেই যাত্রীদের উপস্থিতিতে চলল মক ড্রিল।
মহড়ায় CISF জওয়ান ছাড়াও NDRF-র দ্বিতীয় ব্যাটালিয়নের কর্মীরা অংশ নেন।
এছাড়াও বিমানবন্দরের অগ্নিনির্বাপণ শাখার কর্মী, বি সি এ এস, ডি এ ই কলকাতা, এ ও সি সি, আই বি এবং রাজ্য পুলিশের কর্মীরাও এই মহড়ায় অংশ নেন।
বিমান পরিষেবায় কোন রকম বিঘ্ন ঘটিয়েই বুধবার বিকেলে এই মহড়া বিমানবন্দর সচল থাকা অবস্থাতেই যাত্রীদের সামনেই চলে ।