আজই দেশের ১ কোটি কৃষকের অ্যাকাউন্টে টাকা পাঠিয়েছে কেন্দ্র, এখুন আপডেট করুন পাশবই
রবিবারই গোরক্ষপুরে PM কিসান প্রকল্পের সূচনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই প্রকল্পের অধীনে দেশের ১ কোটি কৃষক বছরে ৬০০০ টাকা করে পাবেন। প্রতি বছর তিন কিস্তিতে ২০০০ টাকা করে পাবেন কৃষকরা। কৃষকদের সরাসরি অর্থসাহায্যের লক্ষ্যে অন্তর্বর্তী বাজেটে এই প্রকল্প ঘোষণা করে কেন্দ্রীয় সরকার। রবিবারই এক কোটি কৃষকের অ্যাকাউন্টে প্রথম কিস্তির ২,০০০ টাকা পড়েছে বলে জানিয়েছেন কৃষি আধিকারিক।
কারা পাবেন এই টাকা? কৃষি মন্ত্রক সূত্রে জানানো হয়েছে। শুধুমাত্র ২ হেক্টরের কম জমি রয়েছে এমন কৃষকরাই পাবেন কেন্দ্রের এই অনুদান।
নথিভুক্ত কৃষকরা পাবেন এই টাকা।
টাকা সরাসরি পড়বে কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। সেজন্য কোনও ফর্ম ফিল-আপ বা কোনও সরকারি অফিসে যেতে হবে না।
অ্যাকাউন্টে টাকা পড়লে পাশবই আপডেট করে তা জানতে পারবেন কৃষক। জমা পড়া টাকা তুলে ফেলা যাবে সরাসরি।