Shani Dev: আজ এই কাজগুলো না করলেই পড়বেন শনির কু-দৃষ্টির কোপে! কীভাবে বাঁচবেন?
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: হিন্দু ধর্মশাস্ত্র অনুসারে শনিবার কর্মের দাতা শনিদেবকে উৎসর্গ করা হয়। শনিদেবকে বলা হয় ন্যায়দাতা।
একজন ব্যক্তিকে তার কর্মের জন্য ফল প্রদান করে থাকেন শনিদেব। এমনটাই মনে করা হয়ে থাকে।
কর্মফল ভালো হলে মানুষের জীবনে সুখ শান্তি আসে। ওদিকে কেউ যদি পাপ বা খারাপ কাজ করেন, তাহলে তাকে শনিদেবের কু-দৃষ্টির ফল ভোগ করতে হয়।
এখন কীভাবে বাঁচবেন শনিদেবের কু-দৃষ্টি থেকে? কীভাবে শনির দোষ থেকে মুক্তি পাবেন? জেনে নিন-
শনিদেবকে খুশি করার জন্য শনিবারকেই সেরা দিন বলে ধরা হয়। এদিন সঠিক রীতি আচার মেনে শনি স্তুতি পাঠ করুন।
এই দিনে তেল অভিষেক, দান ও প্রদীপ দান করে শনিদেবের আশীর্বাদ পেতে পারেন। শনিদেবের স্তব করুন।
'ওম শনিদেবায় নমঃ', 'ওম প্রম প্রেম প্রম সহ শনাইশ্চরায় নমঃ', 'ওম শন শনিশ্চরায় নমঃ', 'ওম কৃষ্ণঙ্গয়া বিদ্যামহে রবিপুত্রায় ধীমহি তন্নাহ সৌরিহ প্রচোদয়াৎ' এই মন্ত্রগুলি জপ করুন।