কলকাতায় কেমন দেখা গেল সূর্যগ্রহণ? দেখে নিন মহাজাগতিক দৃশ্যের এক্সক্লুসিভ ছবি
প্রথমদিকে হতাশ হলেও বলয়গ্রাস সূর্যগ্রহণের সাক্ষী থাকল কলকাতা। যাঁরা 'মিস' করে গেছেন, তাঁরা দেখে নিন এই এক্সক্লুসিভ ছবিতেই।
প্রথমে মেঘে ঢাকা ছিল মহাজাগতিক দৃশ্য। পরে বৃষ্টি হয় কিছুটা, হাসি ফোটে শহরবাসীর মুখে, কারণ মেঘের আড়াল থেকে উঁকি দেয় 'রিং অফ ফায়ার'
এদিনের বলয়গ্রাসে ঢাকা পড়ে সূর্যের প্রায় ৯৯ শতাংশ, সেজন্যই একে বিরল গ্রহণ বলে অভিহিত করা হয়েছে।
সকাল থেকেই আকাশের মুখ ছিল ভার। টেলিস্কোপ নিয়ে সবাই তখন তৈরি, কিন্তু প্রথম দিকে বাধ সেধেছিল মেঘ। সন্ধিহান ছিলেন আদৌ সূর্যগ্রহণ দেখতে পারবেন কিনা!