জেনে নিন প্রতি বুধবার কীভাবে গণেশ পুজো করলে ধনলাভের বাধা দূর হবে
গণেশের আরাধনা করলে ধনপ্রাপ্তি ও সৌভাগ্য লাভ হয়। শাস্ত্রমতে বুধবার গণেশপুজোর বিশেষ মাহাত্ম্য রয়েছে। এই দিন পুজো করলে রিদ্ধি ও সিদ্ধির সঙ্গে ঘরে আসেন গণেশ।
জেনে নিন বুধবার গণেশ পুজো করলে কীভাবে ধনলাভ হবে...
সকালে উঠে স্নান করুন। তারপর গণেশকে ১১টি দুর্বা ঘাস অর্পণ করুন।
মুগের লাড্ডুর ভোগ দিন গণেশকে। এতে শীঘ্রই শুভ ফল পাবেন।
শুদ্ধ ঘি ও গুড়ের ভোগও দিতে পারেন গণেশকে। এতে ধনপ্রাপ্তির পথে যে বাধা আসছে, তা দূর হবে।
গণপতিবাপ্পার মাথায় সিঁদুর লাগান। পারিবারিক ও অফিসের অশান্তি দূর হবে।
বুধবার গরুকে সবুজ ঘাস খাওয়ান। খুশি হন গণপতিবাপ্পা। এতে পরিবারে বিবাদ থাকবে না। ঘরে আসবে সুখ ও সমৃদ্ধি।