Howrah Hotel Incident: নবান্নের `পাশেই` হোটেলে দেহ ব্যবসা! মধুচক্রের আসর থেকে...
দেবব্রত ঘোষ: নবান্নের পাশে একটি হোটেলে মধুচক্রের আসর ও দেহ ব্যবসার অভিযোগ।
গোপন সূত্রে খবর পেয়ে বিশাল পুলিসবাহিনী ও RAF নিয়ে হোটেলে অভিযান হাওড়া সিটি পুলিসের উচ্চ পদস্থ আধিকারিকদের।
অভিযানেই দেহ ব্যবসার পর্দা ফাঁস। আটক বেশ কয়েকজন মহিলা ও পুরুষ।
হোটেল কর্মী সহ মোট ১১ জনকে আটক করা হয়েছে। 'হোটেল কোয়েস্ট' নামে ওই হোটেলটিকে সিল করে দিয়েছে পুলিস।
দেহ ব্যবসায় যুক্ত থাকার অভিযোগে হোটেল থেকে আটক মহিলা ও পুরুষদের নিয়ে যাওয়া হয় শিবপুর থানায়।