ফেসবুকে লন্ডনবাসী বিদেশিনীর সঙ্গে বন্ধুত্ব! ৮ লাখ টাকা প্রতারণার শিকার হাওড়ার ব্যক্তি

SUDESHNA PAUL Wed, 23 Oct 2019-12:17 pm,

ফেসবুকে বিদেশি রমণীর সঙ্গে বন্ধুত্ব পাতিয়ে প্রতারিত হলেন হাওড়ার শিবপুরের এক ব্যক্তি। তন্ময় ঘোষ নামে ওই ব্যক্তির অভিযোগ, ৮ লাখ টাকা প্রতারণার শিকার হয়েছেন তিনি।

পেশায় অ্যাকাউনট্যান্ট শিবপুর ধর্মতলা লেনের বাসিন্দা তন্ময় ঘোষ জানিয়েছেন, বেশ কয়েকমাস আগে ফেসবুকের মাধ্যমে পরিচয় হয় নিকোল অ্যাড্রিল নামে এক বিদেশিনীর সঙ্গে। ওই বিদেশিনী নিজেকে লন্ডনবাসী হিসাবে পরিচয় দিয়েছিলেন।

ফেসবুক ছাড়াও হোয়াটসঅ্যাপ ও ফোনেও বেশ কিছুদিন কথাবার্তার হয় তাঁদের। বন্ধুত্ব যখন বেশ গাঢ় হয়, তখন ওই মহিলা তন্ময়বাবুকে জানান যে তিনি কলকাতায় এসে তাঁর সঙ্গে দেখা করতে চান। ভারত ঘুরে দেখতে চান।

তন্ময়বাবু অভিযোগ করেছেন, এরপর গত ১৫ অক্টোবর ওই মহিলা তাঁকে ফোন করেন। ফোনে বলেন, তিনি মুম্বই এয়ারপোর্টে আছেন ও তাঁর সঙ্গে ৪০ হাজার পাউন্ড সহ বেশকিছু মূল্যবান সামগ্রী রয়েছে। কাস্টমস সেই টাকা ও সামগ্রী আটকে দিয়েছে।

ওই মহিলা দাবি করেন, তন্ময়বাবু যদি কাস্টমস ফি বাবদ ৭ লাখ ৮৩ হাজার ২০০ টাকা তাঁর অ্যাকাউন্টে একটু ট্রান্সফার করে দেন, তাহলে তিনি এয়ারপোর্ট থেকে ছাড়া পাবেন। পরে সমস্ত টাকা তিনি ফেরত দিয়ে দেবেন বলেও তন্ময়বাবুকে আশ্বাস দেন।

এরপরই নিকোল অ্যাড্রিল নামে ওই মহিলার অ্যাকাউন্টে কয়েক দফায় ওই টাকা ট্রান্সফার করে দেন তন্ময়বাবু। অভিযোগ, টাকা পাওয়ার পর ওই বিদেশিনী তন্ময়বাবুর সঙ্গে যাবতীয় যোগাযোগ ছিন্ন করে দেয়।

তিনি প্রতারিত হয়েছেন বুঝতে পেরে শিবপুর থানায় লিখিতভাবে অভিযোগ দায়ের করেছেন তন্ময় ঘোষ। হাওড়া সিটি পুলিস ঘটনার তদন্ত শুরু করেছে।

প্রাথমিক তদন্তে পুলিসের অনুমান, এই ঘটনার পেছনে একটি চক্র কাজ করছে। একাধিক মাথা এই চক্রের সঙ্গে জড়িত। ওই মহিলা সত্যিই বিদেশিনী কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link