দেশের মধ্যে `গভীরতম`, কেমন হচ্ছে Howrah Metro Station? দেখুন Exclusive ফার্স্ট লুক
অয়ন ঘোষাল : চারতলা স্টেশন বিল্ডিং। হাওড়া স্টেশনের ওল্ড এবং নিউ কমপ্লেক্সের ঠিক মাঝখানে এ যেন সাক্ষাত ইন্দ্রপ্রস্থ।
দেশের মধ্যে 'গভীরতম' মেট্রো স্টেশন হতে চলেছে হাওড়া মেট্রো স্টেশন। ভূ-পৃষ্ঠ থেকে ৩৩ মিটার নীচে এই স্টেশন।
শিয়ালদা স্টেশনের মতোই ডাবল ডিসচার্জ প্ল্যাটফর্ম হবে হাওড়ায়। অর্থাত ট্রেন এসে দাঁড়ালে খুলে যাবে দুদিকের দরজা।
বিপুল যাত্রী সংখ্যার কথা মাথায় রেখেই এভাবে স্টেশন তৈরি হচ্ছে।
সুবিশাল স্টেশনে থাকছে ২৮টি চলমান সিঁড়ি, ৭টা লিফট, বাতানুকূল ওয়েটিং লাউঞ্জ, ক্যাফে।
বিভিন্ন দিকে আছে মোট ৫২টি স্টেয়ার কেস বা সিঁড়ি। প্রতি সিঁড়িতে সর্বনিম্ন ১৬ থেকে সর্বোচ্চ ৪২টি স্টেপ।
এই মেট্রো স্টেশন থেকে হাওড়া রেল স্টেশনে পা রাখতে গেলে ২৬১ খানা সিঁড়ি ভাঙতে হবে।
এই স্টেশন ছেড়ে কলকাতার দিকে ট্রেন রওনা দিয়ে মাত্র ২ মিনিটের মধ্যেই ঢুকে যাবে গঙ্গা গর্ভে।