রেলস্টেশনে মাগনার ওয়াইফাই ব্যবহারে শীর্ষে হাওড়া, দ্বিতীয় স্থানে শিয়ালদহ

Thu, 10 Jan 2019-11:31 pm,

শ্রেয়সী গঙ্গোপাধ্যায়:রেলস্টেশনে বিনামূল্যের ওয়াইফাই পরিষেবা ব্যবহারে এগিয়ে বাংলার দুই স্টেশন। গোটা দেশের মধ্যে রেলস্টেশনের ওয়াইফাই ব্যবহারকারীদের সংখ্যায় শীর্ষে হাওড়া স্টেশন। তারপরই আছে শিয়ালদহ। তৃতীয় স্থানে নয়াদিল্লি। 

ডিজিটাল ইন্ডিয়া কর্মসূচিতে দেশের ৭৪৭টি রেলস্টেশনে মেলে ওয়াইফাই পরিষেবা। বাংলায় এমন স্টেশনের সংখ্যা ২৬টি। 

অক্টোবর, নভেম্বর ও ডিসেম্বর- গত তিন মাসের পরিসংখ্যান বলছে, ওয়াইফাই ব্যবহারকারীর সংখ্যায় দেশের মধ্যে শীর্ষে হাওড়া স্টেশন। শিয়ালদহ দ্বিতীয় স্থানে। তৃতীয় স্থানে রয়েছে নয়াদিল্লি।   

ডিসেম্বরে হাওড়া, শিয়ালদহ ও নয়াদিল্লি স্টেশনে ওয়াইফাই ব্যবহারকারীর সংখ্যা যথাক্রমে ৫,৯১,৬৬৪, ৪৬৯০৪২ ও ৪৫৩৮২২। নভেম্বর মাসে ব্যবহারকারীর সংখ্যা হাওড়া- ৫৪০১৫৮, শিয়ালদহ- ৪৩৫২৯৩, নয়াদিল্লি-৪৩০৮৬৩। অক্টোবর মাসে ব্যবহারকারীর সংখ্যা, হাওড়া- ৫৬৭১৯০, শিয়ালদহ ৪১৯১৫৫, দিল্লি ৪০৩২৫৪। ২৬টি স্টেশনে।

প্রসঙ্গত, আরও ২,০০০টি স্টেশনে ওয়াইফাই বসানোর পরিকল্পনা রয়েছে রেলের।   

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link