প্রাথমিকেই পড়ুয়াদের বিজ্ঞান ও অঙ্কের পাঠ দেবে IIT-IISER, জানালেন জাভড়েকর
অঙ্ক ও গবেষণায় ভারতীয় ছাত্রছাত্রীদের উন্নতির লক্ষ্যে আইটিআই ও আইআইএসইআর-এর সাহায্য নিতে চলেছে কেন্দ্রীয় সরকার। বৃহস্পতিবার মানবসম্পদ উন্নয়নমন্ত্রী প্রকাশ জাভড়েকর জানান, নিকটবর্তী স্কুলগুলিকে পথ দেখাবে আইআইটি ও আইআইএসইআর।
একবিংশ শতকে অঙ্ক, বিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং ও প্রযুক্তির গুরুত্বের কথা মনে করিয়ে দেন জাভড়েকর। তাঁর কথায়,''প্রাথমিক স্তর থেকেই ছাত্রছাত্রীদের মজার ছলে অঙ্ক শেখানো দরকার। অঙ্ক বা বিজ্ঞানের জন্য বেশি আড়ম্বরের প্রয়োজন হয় না। বরং সামান্য চেষ্টা করলেই সম্ভব হয়। সুতরাং প্রাথমিক শিক্ষকরা বড় ভূমিকা পালন করেন''।
জাভড়েকর জানান, মোদী সরকার সিদ্ধান্ত নিয়েছে, আইআইটি (ইন্ডিয়ান ইনস্টটিউট অব টেকনোলজি) ও আইআইসিইআর-র (ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ) মতো বড় ও উন্নতমানের বিশ্ববিদ্যালয়গুলির নিকটবর্তী ১০-১৫টি স্কুলের মেন্টরের ভূমিকা পালন করবে। অঙ্ক ও বিজ্ঞানে ছাত্রছাত্রীরা যাতে সঠিক শিক্ষিত হন, তা নিশ্চিত করতে হবে।
প্রাথমিকে সঠিক শিক্ষাদান অঙ্ক ও বিজ্ঞানে ছাত্রছাত্রীদের উত্সাহী করতে পারে বলে মনে করেন জাভেড়কর। তাঁর মতে, একবার অঙ্ক ও বিজ্ঞানে পিছিয়ে পড়লে, তা ক্রমেই বাড়তে থাকে।
জাভড়েকর আরও দাবি করেন, দেশে গবেষণায় উত্সাহ বাড়াতে একাধিক পদক্ষেপ করেছে মোদী সরকার। উদ্ভাবন কেন্দ্র খোলা হয়েছে। হস্টেল রুম চালানোর জন্য স্টার্ট আপে অনুমোদন দিয়েছে সরকার। পিএম রিসার্চ ফেলো প্রকল্পে গবেষকদের দেওয়া হচ্ছে ১ লক্ষ টাকা। গোটা দেশে ১০০টি গবেষণা প্রকল্প চলছে বলে দাবি করেছেন জাভড়েকর। ২০০০ অটল টিঙ্কারিং ল্যাব খোলা হয়েছে। আরও ৩০০০ এমন ব্যবস্থা তৈরি করা হচ্ছে।
স্মার্ট ইন্ডিয়া হ্যাকাথনে প্রতিযোগীর সংখ্যা ৪০ হাজার থেকে বেড়ে দেড় লক্ষ হয়েচে বলেও দাবি করেন কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়নমন্ত্রী।