Hrithik-Saba-Sussanne: সাবার থেকে চোখ সরছে না হৃতিকের, ছবি দেখে প্রাক্তন স্ত্রী সুজান লিখলেন...
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সম্প্রতি নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টারের উদ্বোধনে হাজির হয়েছিলেন হৃতিক রোশন।
হৃতিকের সঙ্গেই এদিন ছিলেন তাঁর প্রেমিকা সাবা আজাদ।
লাল বেনারসি দিয়ে তৈরি গাউনে সাবার লুক ছিল নজরকাড়া।
অন্যদিকে হৃতিক পরেছিলেন কালো শেরওয়ানি।
এদিন সাবার থেকে নজর সরছিল না হৃতিকের।
লাল বেনারসিতে সাবাকে দেখে মুগ্ধ হৃতিক। একসঙ্গেই সেই ছবি পোস্ট করেছেন তাঁরা।
ছবির কমেন্ট বক্সে দুটি ইমোজি দিয়ে হৃতিকের প্রাক্তন স্ত্রী সুজান খান বুঝিয়েছেন, তাঁদের একসঙ্গে বেশ মানিয়েছে।