দেখুন ছবিতে: ওয়ারের সাফল্যের পর নবমীতে বাবার সঙ্গে অঞ্জলি দিলেন হৃতিক রোশন
নিজস্ব প্রতিবেদন: নবমীর সকালে বাবাকে নিয়ে অঞ্জলি দিলেন হৃতিক রোশন।
মুম্বইয়ে অভিনেতা বিশ্বজিতের পুজোয় সকালে হাজির হন হৃতিক ও রাকেশ রোশন।
জানুয়ারিতে ত্বকের ক্যানসারে আক্রান্ত হন রাকেশ রোশন। সুস্থ হওয়ার পর প্রথম জনসমক্ষে এলেন পরিচালক।
দুর্গার সামনে অঞ্জলি দেন পিতা-পুত্র।
সদ্য মুক্তিপ্রাপ্ত হৃতিকের 'ওয়ার' ছবিটি বক্সঅফিসে দারুণ সাফল্য পেয়েছে। তার আগে 'সুপার ৩০' ছবিও দর্শক মন জিতেছে।
বাবা সুস্থ হওয়ার পর ক্রিশ ৪ শুরু করার ইঙ্গিত দিয়েছেন হৃতিক রোশন। শীঘ্রই শুরু হবে শ্যুটিং।