খেজুরের প্যাকেট চিনে পাঠানো হচ্ছিল প্রায় কোটি টাকার চরস, পাকড়াও করল এসটিএফ
জোকা থেকে উদ্ধার বিপুল টাকার চরস। বাজারে ওই চরসের অনুমানিক মূল্য ৯০ লাখ টাকা।
শনিবার রাতে জোকার জেনেক্স কমপ্লেক্সের একটি ফ্ল্যাট থেকে ১ জনকে গ্রেফতার করে এসটিএফ। উদ্ধার করা হয় ২০ কেজি চরস।
এসটিএফ তরফে জানা যাচ্ছে খেজুরের প্যাকেটে ভরে ওই চরস পাচার করার পরিকল্পনা করা হয়েছিল।
পাচারের অভিযোগে জাকির হোসেন নামে একজনকে গ্রেফতার করা হয়। পরে গ্রেফতার করা হয় তার ২ সহযোগীকে।
পুলিসের কাছে খবর ছিল কয়েক দিনের মধ্যেই ওই চরস পাচার করা হবে। সেই সূত্রে ধরেই ওই গ্রেফতার। তবে আরও কারা ওই চক্রে জড়িত তা এখনও জানা যায়নি। এনিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিস।