কক্ষপথে বিরাটাকার গ্রহাণু! মহাজাগতিক রোমঞ্চকর ঘটনার সাক্ষী থাকতে চলেছে পৃথিবী

Sat, 28 Nov 2020-1:02 pm,

নিজস্ব প্রতিবেদন: সোমবার মহাজাগতিক রোমঞ্চকর ঘটনার সাক্ষী থাকবে পৃথিবী। দুবাইয়ের বুর্জ খলিফার আকারের এক গ্রহাণু পৃথিবীর কক্ষপথে ঢুকে পড়বে। 

নাসার তরফে জানানো হয়েছে, প্রতি ঘণ্টায় ৯০,১২৪ কিমি গতিতে বিরাটাকার গ্রহাণুটি পৃথিবীর কান ঘেঁষে বেরিয়ে যাবে। এটার আকার, ১২,০০০ থেকে ২৫,৭০০ ফুটের মধ্যে ও ব্যাস প্রায় ২,৬৯০ ফুট।

গ্রহাণুটির বৈজ্ঞানিক নাম  ‘১৫৩২০১ ২০০০ ডব্লু ও ১০৭’। পৃথিবীর কক্ষপথে কোনও বিরাটাকারের গ্রহাণু ঢুকে পড়লে তাতে বিপদের আশঙ্কা থাকে, কিন্তু এক্ষেত্রে নাসা স্পষ্ট করে জানিয়েছে বিপদের আশঙ্কা নেই। 

জানা গিয়েছে, পৃথিবী থেকে ৪,৩০২,৭৭৫ কিমি দূর দিয়ে চলে যাবে গ্রহাণু। টেলিস্কোপের সাহায্যে দেখা যেতে পারে এই গ্রহাণু।

নাসার বিজ্ঞানীরা জানিয়েছেন, প্রায় ৪.৬ বিলিয়ন বছর আগে সৌরজগৎ তৈরি হওয়ার সময় এই ধরণের গ্রহাণুর সৃষ্টি হয়েছিল।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link