Sankraiel Fire: পাঁচিল ভেঙে ঢোকার চেষ্টা দমকলের, সাঁকরাইলে বিধ্বংসী আগুনের কবলে চিপস কারখানা
বিধ্বংসী আগুনে পুড়ে ছাই হাওড়ার সাঁকারাইলের এক চিপস কারখানা। ৬ নম্বর জাতীয় সড়কের পাশে থাকা ওই কারখানার আগুনের কালো ধোঁয়ায় ভরে যায় চার দিক।
আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় দমকলের ৫টি ইঞ্জিন। পরে ইঞ্জিনের সংখ্যা বাড়ানো হয়। প্রবল বাতাস থাকায় গোটা কারখানা আগুনের গ্রাসে চলে আসে। কী কারণে আগুন তা এখনও স্পষ্ট নয়। প্রত্যক্ষদর্শীদের দাবি বেল সাড়ে এগারোটা থেকে বারোটার মধ্যে আগুন লাগে।
কারখানার মধ্যে প্রচুর দাহ্য পদার্থ মজুত থাকায় আগুন আরও ভয়ঙ্কর হয়ে ওঠে। কারখানায় ছিল চিপস তৈরিরক জন্য তেল ও প্যাকেজিংয়ের জন্য ব্যবহৃত প্যাকেট। পাশাপাশি আগুন নেভানোর জন্য কোনও আগাম ব্যবস্থা ছিল না।
আগুন ক্রমশ বাড়তে থাকায় কারখানার পাঁচিল ভেঙে একাদিক দিক থেকে কারখানায় ঢোকেন দমকল কর্মীরা। কারখানার পাশেই রয়েছে আরও অনেক কারখানা। ফলে আগুন ছড়িয়ে পড়ার সম্ভাবনা থাকায় পাঁচিল বাঙার সিদ্ধান্ত নেওয়া হয়।
এখনও পর্যন্ত জানা যাচ্ছে কারখানায় কাজ চলাকালীনই সেখানে আগুন লেগে যায়। আগুনের উত্তাপে কারখানার শেড একেবারে দুমড়ে মুচড়ে যায়। বহুক্ষণ জল কারখানায় আগুনের উত্সে পৌঁছানো যায়নি।
আগুন লাগার পর কয়েক ঘণ্টা পেরিয়ে গেলেও আগুন নিয়ন্ত্রণে আসেনি।