ইন্টারনেটে বিরাট স্ক্যাম, খবরদার গুগলে সার্চ করবেন না যে যে জিনিস

Sun, 04 Oct 2020-4:39 pm,

নিজস্ব প্রতিবেদন: সঠিক URLনা জানলে ব্যাঙ্কের নাম করে নেট ব্যাঙ্কিংয়ের জন্য ওয়েব সাইট সার্চ করবেন না। আপনি যে ব্যাঙ্কে লেনদেন করেন তাদের অনলাইন ঠিকানা জেনে রাখা উচিত। ব্যাঙ্কের ওয়েবসাইটের আদলে ‘ফিশিং সাইট’ও রয়েছে অনেক। তাই জানা না থাকলে ভুল করে এই সাইটে ঢুকে আপনার গোপন ব্যাঙ্ক অ্যাকাউন্টের আইডি-পাসওয়ার্ড নথিভুক্ত করলেই বিপদ নিশ্চিত।

স্ক্যামারাদের সবচেয়ে বড় লক্ষণ থাকে সরকারি ওয়েবসাইট। লাইসেন্সের আবেদন হোক বা অনলাইনে সরকারি ডেথ সার্টিফিকেট বা পুরসভার কোনো ওয়েবসাইট খুঁজতেও গুগলে সার্চ করবেন না। গুগল সার্চে পাওয়া অনেক ওয়েবসাইট যথাযথ মনে হলেও তা আদপে প্রতারণার ডেরা হতে পারে।

গুগলে কখনও কোনো সংস্থার কাস্টমার কেয়ার নম্বর সার্চ করাও উচিত নয়। অধিকাংশ ক্ষেত্রেই ভুল নম্বর থাকে এখানে। বহু ক্ষেত্রে এইসব নম্বরে ফোন করলে আপনার মারাত্মক বিপদ হতে পারে। বরং নির্দিষ্ট সাইটের ‘কন্ট্যাক্টে’ গিয়ে কাস্টোমার কেয়ারের নম্বর জোগার করুন। অনলাইনে বিভিন্ন ভুয়ো নম্বরও থাকে। সেইসব নম্বরে ফোন করে অনেকে প্রতারিতও হয়েছেন।

 কোন রোগের কী ওষুধ জানতে গুগলকে ভরসা করা একেবারেই নিরাপদ নয়। মনে রাখবেন, সবসময় রোগের কী লক্ষণ সে বিষয়ে সঠিক উত্তর দেয় না গুগল। বিশেষ করে করোনা নিয়ে ওষুধের কোনও নাম সার্চ করা যথাযথ নয়।  

বিনিয়োগ করলেই খুব শীঘ্রই বড়লোক হয়ে যাবেন আপনি, এরকম পার্সোনাল ফাইন্যান্স ও স্টক মার্কেটের কথা গুগলের কাছে ভুলেও জানতে চাইবেন না।

আপনার গুরুত্বপূর্ণ তথ্য হাতিয়ে নিতে পারে জালিয়াতরা। অফুরন্ত সুবিধার সঙ্গে অ্যান্টি ভাইরাসের বিজ্ঞাপন দেখে সেটি ডাউনলোড করা নিরাপদ নয়। অধিকাংশ ক্ষেত্রে আপনার অজান্তেই ডিভাইসে ঢুকে পড়বে বিপদজনক ভাইরাস।

অজানা তথ্য জানতে সার্চ করেন গুগলে? খবরদার! ভুলবশত বেশ কিছু জিনিস সার্চ করবেন না গুগলে। অ্যামাজনের কাস্টোমার কেয়ার সেন্টারের নম্বর থেকে শুরু করে অ্যাপের হদিশ পেতে গুগলই ভরসা। কিন্তু আপনি কি এই ভরসার স্থানটি নিয়ে অবগত? মনে রাখবেন এই মুহূর্তে সুরক্ষার খাতিরে গুগলে একাধিক জিনিস সার্চ না করাই যথার্থ। গুগল যে সর্ব ক্ষেত্রে সঠিক এমনট নয়। কারণ, গুগল নিজে কোনও কন্টেন্ট লেখে না।  কোনো অ্যাপের প্রয়োজন হলে গুগলে সার্চ করে   ডাউনলোড করবেন না। এতে বেশ কিছু ক্ষেত্রে প্রতারণার শিকার হতে পারেন আপনি। 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link