ঠাকুরনগর-বনগাঁয় তল্লাশি চালাতেই উদ্ধার শয়ে শয়ে কচ্ছপ, গ্রেফতার ২
গোডাউনে মজুত কচ্ছপ। বাজারে তা বিকোচ্ছে দেদার। ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরো ও ওয়াইন্ড লাইফ ক্রাইম সেল এর যৌথ তল্লাশিতে উদ্ধার অসংখ্য কচ্ছপ।
রবিবার ঠাকুরনগর বাজার-সহ বেশ কয়েকটি গোডাউনে হানা দেয় ওই দুই দফতরের আধিকারিকরা। হানা দেওয়া হয় বনগাঁর বিভিন্ন এলাকাতেও। তার পরেই উদ্ধার করা হয়েছে অসংখ্য কচ্ছপ, কয়েকটি চপার, দাঁড়িপাল্লা, বাটখারা সহ অন্যান্য সামগ্রী।
তল্লাশিতে উদ্ধার হয়েছে মোট ৯৮৫টি কচ্ছপ। এর মধ্যে ২টি ওজন প্রায় ১৫-২০ কিলোগ্রাম।
একটি পিকআপ ভ্যান ও বাজেয়াপ্ত করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে সঞ্জয় বিশ্বাস ও অজয় বিশ্বাস নামে দুই যুবককে।
ঠাকুরনগর বাজার থেকে উদ্ধার করা হয়েছে ১২৫টি কচ্ছপ। এদের মধ্যে অর্ধেক কাটা অবস্থায় পাওয়া গিয়েছে।