ফি বৃদ্ধির প্রতিবাদে উত্তাল জেএনইউ, ক্যাম্পাসের বাইরে পুলিসের সঙ্গে খণ্ডযুদ্ধে পড়ুয়ারা
টানা ১০-১৫ দিন ধরে চলা আন্দোলন এবার হিংসার রূপ নিল দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে। সোমবার বিশ্ববিদ্যালয়ে চলছে সমাবর্তন অনুষ্ঠান। আর বাইরে ফি বৃদ্ধির প্রতিবাদে পুলিসের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা।
সোমবার যে এরকম একটা জমায়েত হবে সেই খবর আগে থেকেই ছিল পুলিসের কাছে। সকালেই ক্যাম্পাসের বাইরে ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলে পুলিস। আনা মহিলা কর্মীদেরও।
প্রথম সামান্য ধাক্কাধাক্কি, পরে ব্যারিকেড টপকে এগিয়ে যাওয়ার চেষ্টা করে পড়ুয়ারা। শুরু হয় পুলিসের সঙ্গে ধস্তাধস্তি। বহু পড়ুয়াকে ধরে গাড়িতে তুলে নিয়ে যায় পুলিস।
বিক্ষোভরত পড়ুয়াদের বক্তব্য, বিশ্ববিদ্যালয়ের ৪০ শতাংশ ছাত্র অত্যন্ত গরিব পরিবারের সন্তান। তাদের পক্ষে বাড়তি ফি দেওয়া সম্ভব নয়।
ছাত্রদের দাবি, হোস্টেল ফি অস্বাভাবিক হারে বাড়িয়েছে কর্তৃপক্ষ। অন্যদিকে , বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, দিল্লির অন্যান্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় জেএনউইতে ফি বেড়েছে অনেক কম।
ছাত্রদের দাবি হোস্টেলে সিকিউরিটি ডিপোজিট ১৭০০ থেকে বেড়ে ৩৫০০ হয়েছে। হোস্টেলের নিয়মিত খরচও বেড়েছে অনেকটাই। ড্রেস কোডও তৈরি করা হয়েছে।