Hurricane Milton: সাম্প্রতিক ইতিহাসের সব চেয়ে ভয়ংকর হারিকেন আছড়ে পড়তে চলেছে ভয়াবহ ধ্বংসশক্তি নিয়ে...
বলা হচ্ছে, আটলান্টিক হারিকেনগুলির মধ্যে মিল্টন নিম্নচাপের দিক থেকে গড়তে চলেছে অলটাইম রেকর্ড।
আটলান্টিক বেসিনে এর আগে কখনও এমন হারিকেন আসেনি, যা মিল্টনের মতো নিজের শক্তি এত দ্রুত বাড়িয়ে ফেলতে পারে!
মিল্টনকে লাইফ-থ্রেটেনিং স্টর্ম বলা হচ্ছে। ভয়ংকর হাওয়ার শক্তি নিয়ে দৌড়চ্ছে।
এর জেরে বিপুল বৃষ্টি হবে। বিস্তীর্ণ এলাকা প্লাবিত হতে পারে। জারি হয়েছে সতর্কতাও।
ঝড়টি আছড়ে পড়তে চলেছে মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার উপকূলে।
রবিবার ভোরে ঘূর্ণিঝড় মিল্টন ফ্লোরিডার টেম্পা থেকে প্রায় ১৩৮৫ কিলোমিটার পশ্চিম-দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল বলে জানিয়েছিল মিয়ামির ন্যাশনাল হারিকেন সেন্টার। পরবর্তী সময়ে এটি ঘণ্টায় ৭ কিলোমিটার বেগে পূর্ব দিকে এগোয়। তারপর এই আপডেট।