`কৃষ্ণকলি` তুহিনা স্বামীর কাছে ঘেঁষতে পারেনি কোনওদিন, শেষ রাতে এইভাবে মেটাল দাম্পত্যের দাম!!
সে ‘কৃষ্ণকলি’। আর এটাই তাঁর শ্বশুরবাড়িতে গ্রহণযোগ্য না হয়ে ওঠার কারণ। ফর্সা না হওয়ার ‘অপরাধ’এ বৌমাকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল শ্বশুরবাড়ির বিরুদ্ধে । ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগণার কুলতলির গোপালগঞ্জ গ্রামে।
দু’ বছর আগে বছর কুড়ির তুহিনা মোল্লার সঙ্গে বিয়ে হয় কুলতলির কুন্দখালি গ্রামেস সাগির হোসেন । সম্বন্ধ করেই বিয়ে হয় তাঁদের ।
মেয়ের গায়ের রং নিয়ে সেসময় আপত্তি থাকলেও পণের লোভে বিয়েটা করেই ফেলেছিল সাগির । অভিযোগ মেয়ের বাড়ির । তাঁরাও ভেবেছিলেন বিয়ের পর তুহিনা ঠিক তাঁর স্বামীর মন জয় করে নেবে ।
দু বছরে তা হয়ে ওঠেনি । বরং পণের দাবিতে বেড়েছে অত্যাচার । তুহিনার ওপর শারীরিক ও মানসিক অত্যাচার দিনদিন মাত্রা ছাড়া হয়েছে ।
রবিবার তুহিনার মৃত্যুর খবর পৌঁছয় তাঁর বাপেরবাড়িতে । পরিবারের অভিযোগ, পিটিয়ে খুন করা হয়েছে তাঁদের মেয়েকে । ঘটনার পর থেকে পলাতক অভিযুক্তরা । পুলিস এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি ।