রাজত্ব ফিরে পেলেন ডেভিড ওয়ার্নার, হায়দরাবাদে এবার তিনিই `নেতা`
বল বিকৃতি কাণ্ডে জেরবার হয়েছিলেন ডেভিড ওয়ার্নার। কিন্তু সেই অন্ধকার অধ্যায় পেরিয়ে আবার অস্ট্রেলিয়ার জার্সিতে ফিরেছেন ডেভিড ওয়ার্নার। এবার আসন্ন আইপিএলের জন্য ওয়ার্নারকে দলের ক্যাপ্টেন ঘোষণা করল হায়দরাবাদ ফ্র্যাঞ্চাইজি।
গত দুই মরশুমে হায়দরাবাদের অধিনায়ক ছিলেন কেন উইলিয়ামসন। এবার তাঁর জায়গায় ক্যাপ্টেন হলেন ডেভিড ওয়ার্নার।
হায়দরাবাদের অধিনায়ক হিসাবে ওয়ার্নারের সাফল্য কিন্তু ঈর্ষনীয়। ৪৫টি ম্যাচের মধ্যে ওয়ার্নার অধিনায়ক হিসাবে জিতেছেন ২৬টি।
কেন উইলিয়ামসন হায়দরাবাদের অধিনায়ক হিসাবে ২৬টি ম্যাচের মধ্যে ১৪টিতে জিতেছেন। ২০১৬ সালে ওয়ার্নারের নেতৃত্বেই হায়দরাবাদ চ্যাম্পিয়ন হয়েছিল।
২০১৭ সালে ওয়ার্নারের অধিনায়কত্বে হায়দরাবাদ প্লে-অফ খেলেছিল। দুবছর পর আবার হায়দরাবাদে রাজত্ব ফিরে পেলেন ওয়ার্নার।