ভারতের প্রথম ইলেকট্রিক SUV, লঞ্চ হল Hyundai Kona

Wed, 10 Jul 2019-6:35 pm,

লঞ্চ হল ভারতের প্রথম ইলেকট্রিক এসইউভি Hyundai Kona. আকারে এটি হবে Hyundai Creta-র মতো। দাম 25.30 লক্ষ টাকা (এক্স শো-রুম)।

Hyundai Kona পাওয়া যাবে দুটি ব্যাটারি অপশন-এ। ব্যাটারি ফুল চার্জ হতে সময় নেবে ৭-৮ ঘণ্টা। ফাস্ট চার্জার হলে ৮০ শতাংশ চার্জ করা যাবে মাত্র এক ঘণ্টায়। একবার চার্জে ৪৫২ কিমি চলবে Hyundai Kona.

এক ঘণ্টা চার্জ করতে পারলে Hyundai Kona চলবে ৫০ কিমি পর্যন্ত। ০-১০০ কিমি তুলতে এই গাড়িতে সময় লাগবে ৯.৭ সেকেন্ড। 100 kW-এর একটি মোটর থাকবে গাড়িতে। এই মোটর থেকে 200 bhp শক্তি ও 395 Nm টর্ক পাওয়া যাবে।

ইকো, কম্ফোর্ট আর স্পোর্ট- এই তিনটি ড্রাইভিং মোড থাকবে Hyundai Kona-তে। থাকবে 8 ইঞ্চি ইনফোটেনমেন্ট ডিসপ্লে ও স্মার্টফোন কানেক্টিভিটি। ওয়্যারলেস চার্জিং-এর ব্যবস্থাও থাকবে। এছাড়া থাকবে ভেন্টিলেটেড সিট।

জানা গিয়েছে, মুম্বই, চেন্নাই, বেঙ্গালুরু ও দিল্লিতে ইলেকট্রিক গাড়ি চার্জিং-এর জন্য পরিকাঠামো গড়বে Hyundai। চার্জিং স্টেশনে এক ঘন্টায় 80 শতাংশ চার্জ হবে Hyundai Kona। চেন্নাইয়ে একটি কারখানায় তৈরি হবে Hyundai Kona।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link