KK : `অনেক কথা বলতে চেয়েও বলতে পারছি না, এ এক অসহ্য যন্ত্রণা!` বাবাকে চিঠি কেকে পুত্রের
কেকের মৃত্যুর পর তিন সপ্তাহ পার হয়ে গিয়েছে। যত দিন যচ্ছে, ততই যেন বাবাকে হারনোর যন্ত্রণা আরও ঝাঁকিয়ে বসছে গায়ক পুত্র নকুল কৃষ্ণর হৃদয়ে। এ যন্ত্রণা হয়ত ভোলার নয়। এবার বাবাকে উদ্দেশ্য করে সোশ্যাল মিডিয়ায় খোলা চিঠি লিখলেন প্রয়াত গায়ক কেকে-র পুত্র নকুল। সঙ্গে শেয়ার করেছেন বাবার সঙ্গে কাটানো বেশকিছু মুহূর্ত।
নকুল লিখেছেন, ''তিন সপ্তাহ আগে কী হয়ে গিয়েছে, তা বুঝে নিতে অনেকটা সময় লেগে গেল। এখন এ যন্ত্রণা অনেকটাই শারীরিকও বটে। দমবন্ধ হয়ে আসছে। মনে হচ্ছে কেউ বা কারা যেন আমার বুকের মধ্যে চেপে বসে আছে, কথা বলতে দিচ্ছে না। আমি আমার বাবাকে নিয়ে কিছু বলতে চাইছি, তবে তার পরেও আমি হতবাক। আসলে এখন আসল বেদনাটা আমি অনুভব করতে পারছি।''
কেকের উদ্দেশ্যে নকুল লিখেছেন, ''আমার সৌভাগ্য যে আমি তোমার ছেলে। এমন নয় যে সুযোগ সুবিধা পেয়েছি বলে বলছি। বলছি, কারণ তোমায় কাছ থেকে দেখতে পেয়েছি। তোমার কত অনুরাগী তোমায় একটিবার দেখার জন্য, ছোঁয়ার জন্য পাগল। আর আমরা প্রতি মুহূর্ত তোমার ভালোবাসা পেয়েছি। তোমার মধ্যে নেতিবাচক কিছু দেখিনি। মানুষের জন্য তোমার ভালোবাসা, গানের মধ্যে ডুবে থাকতে দেখেছি।''
নকুলের কথায়, ''তুমি আমায় সবসময়ই বড়দের মতো করেই দেখেছ, আমায় তোমার সমকক্ষ ভেবে আমার সমস্ত সিদ্ধান্ত সমর্থন করেছ, তবে আমি কোথায় যাচ্ছি, কী করছি, সবদিকেই তোমার নজর থাকত। আমি আমার অন্যান্য বন্ধুদের বাবাকেও দেখেছি। তাঁদের মতো তুমি ছিলে না, বাবার থেকেও বেশি বন্ধু ছিলে আমার কাছে।''
নকুল লিখেছেন, ''মাঝে মাঝে মনে হয় তুমি প্রকৃতির এক অদ্ভুত শক্তি। যিনি মঞ্চে উঠে নিজের গানে সকলকে মোহিত করে তুলছেন, আবার বাড়িতে সকলের সঙ্গে মজা করে, আনন্দের সঙ্গে জীবন কাটাচ্ছেন। বিশ্বের বহু মানুষের হৃদয় তুমি ভরিয়ে রেখেছ। তুমি এক অদ্ভুত জীবনী শক্তি, যে দ্রুত পুড়ে গিয়ে আলো হয়ে চলে গেছে।''