দিন কাটাবেন কীভাবে, অ্য়াকাউন্টে মাত্র ১৮ টাকা, বাঁচার লড়াই রাজকুমারের
মেড ইন চায়না, জাজমেন্টাল হ্যায় ক্যা, শাদি মে জরুর আনা, স্ত্রী। বলিউডে তাঁকে লম্বা রেসের ঘোড়াই বলা হয়। বুঝতেই পারছেন, রাজকুমার রাওয়ের কথাই বলা হচ্ছে। এবার বলিউডের সেই জনপ্রিয় অভিনেতা প্রকাশ্যে আনলেন তাঁর লড়াইয়ের কথা
বলিউডে অভিনয় শুরু আগে কেমন ছিল রাজকুমার রাওয়ের জীবন, সম্প্রতি এ বিষয়েই একটি সংবাদমাধ্যমের সামনে খোলসা করেন অভিনেতা
রাজকুমার রাও বলেন, বিলউডে অভিনয় শুরুর আগে এমনও দিন গিয়েছে যখন, তাঁর পকেটে কোনও টাকা ছিল না, অ্যাকাউন্টে পড়েছিল মাত্র ১৮ টাকা
মুম্বিতে যাঁর সঙ্গে ঘর শেয়ার করে থাকতেন, তাঁর অবস্থাও ছিল সেই একইরকম। অর্থাত রাজকুমার রাওয়ের রুমমেটের অ্যাকাউন্টে তখন ২৩ টাকা পড়েছিল বলেও জানান মেড ইন চায়না-র অভিনেতা
তিনি মধ্যবিত্ত পরিবারের সন্তান ছিলেন। ফলে বাড়িতে টাকা চাইতে পারতেন না বলেও জানান রাজকুমার রাও
ফলে মুম্বইতে তখন লড়াই করেই বাঁচতে শুরু করেন বলে জানান বলিউড অভিনেতা
লড়াইয়ের দিন শেষ করে বলিউডে যখন পা রাখেন, তখন তিনি ক্রমশ দর্শকদের পছন্দের অভিনেতা হয়ে উঠতে শুরু করেন
রাজকুমার রাও অভিনিত স্ত্রী ১০০ কোটির ব্যবসা করে, ফলে বলিউডে তাঁকে লম্বা রেসের ঘোড়া বলেই চিহ্নিত করা হয়
স্ত্রী-তে রাজকুমার রাওয়ের বিপরীতে অভিনয় করেন শ্রদ্ধা কাপুর। বর্তমানে মেড ইন চায়নার প্রমোশনে ব্যস্ত রাজকুমার। েই সিনেমায় তাঁর বিপরীতে রয়েছেন বাঙালি অভিনেত্রী মৌনি রায়