`বৃদ্ধা মায়ের চিকিৎসার ব্যবস্থা করেছি` নিমতায় আক্রান্ত বৃদ্ধার বাড়িতে Suvendu

Tue, 02 Mar 2021-10:29 am,

নিমতায় আক্রান্ত পরিবারের সঙ্গে দেখা করতে গেলেন বিজেপির শুভেন্দু অধিকারী। 

নিজের টুইটার হ্যান্ডেলে সেই ছবিও পোস্ট করেছেন শুভেন্দু। লিখেছেন, 'মায়ের সুরক্ষা, মায়ের সম্মান সবার আগে। তাদের সুরক্ষা ও সম্মান নিশ্চিত করা আমাদের নৈতিক কর্তব্য। নিমতায় তৃণমূল দুষ্কৃতীদের হাতে আক্রান্ত বিজেপি কর্মীর মায়ের সঙ্গে দেখা করতে পৌঁছে গেছিলাম তাদের বাড়িতে।'

'বিজেপি কর্মী গোপাল মজুমদারের বৃদ্ধা মায়ের কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করেছি।' যারা মা-বোনেদের সম্মান করতে জানেনা, তাদের বাংলায় কোন জায়গা নেই। @AITCofficial, নারী সুরক্ষা ও সম্মান নিশ্চিত করতে , @BJP4Bengal  বিজেপির হাত ধরে বাংলায় আসবে #আসল_পরিবর্তন।

 

গত রবিবার নিমতায় বিজেপি কর্মীর বাড়ি ঢুকে তাঁকে এবং তার বৃদ্ধা মাকে বেধরক মারধরে অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। নিন্দনীয় এই ঘটনায় সরব হয়েছে বিভিন্ন মহল। বাংলায় নারী সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধী নেতা-নেত্রীরা।

বৃদ্ধার এই ঘটনার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন অনেকেই। যদিও বিজেপির সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। ঘটনার প্রতিবাদে সোমবার দুপুরে নিমতা থানা ঘেরাও করে বিক্ষোভ দেখান বিজেপির মহিলা মোর্চার সদস্যরা।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link