মন্দিরে দেবতার প্রতিষ্ঠা যেন! আই লিগ এল শতাব্দীপ্রাচীন মোহনবাগান তাঁবুতে

Sun, 18 Oct 2020-5:58 pm,

করোনা পরিস্থিতির জন্য সমর্থকদের অপেক্ষা করতে হল বটে! তবে সবুরে মেওয়া ফলে। সাত মাসের অপেক্ষা শেষ। মোহনবাগান তাঁবুতে এল আই লিগ।  

সকালেই মোহনবাগান তাঁবুতে পতাকা উত্তোলন করেছিলেন ক্লাব সচিব সৃঞ্জয় বোস। এর পর হুড খোলা গাড়িতে ট্রফি নিয়ে শোভাযাত্রা হয়। করোনা পরিস্থিতির মাঝে নিয়মের দফারফা হয়। সতর্কতা নিয়েও মাথা ঘামাননি সমর্থকরা। আবেগে ভেসে যান। 

সকাল ১১টা নাগাদ বাইপাসের ধারে একটি পাঁচতারা হোটেলে মোহনবাগান কর্তাদের হাতে আই লিগ ট্রফি তুলে দেওয়া হয়। তার পরই আনন্দে, উচ্ছ্বাসে ফেটে পড়েন সমর্থকরা। কলকাতা এখন প্রাক-পুজোর আমেজে মাতোয়ারা। তারই মধ্যে শুরু ফুটবল উত্সব। 

এদিন সমর্থকদের উচ্ছ্বাস, উত্সবের মাঝেই ক্লাবে আসে আই লিগ ট্রফি। যেন মন্দিরে দেবতার প্রতিষ্ঠা হল। 

দর্শকরা বিভিন্ন প্ল্যাকার্ড, পোস্টার নিয়ে ক্লাবে হাজির হয়েছিলেন। একবার সাধের ট্রফি ছুঁয়ে দেখার জন্য সবাই ব্যাকুল হয়ে পড়েছিলেন। ঘন ঘন ঝলসে উঠছিল মোবাইলের ফ্ল্যাশ। দ্বিতীয়াতেই যেন বাংলায় ফুটবল উত্সব শুরু হয়ে গেল। 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link