`শরীর দেখাতে ভালোবাসি`, বললেন মডেল শ্যানন ইরকে
শ্যানন ইরকে এই লজারি ফটোশ্যুট ইতিমধ্যেই ইন্টারনেটে ভাইরাল হয়েছে।
শ্যাননের কথায় প্রত্যেক মহিলারই তাঁর 'সেক্সি সাইড' দেখানোর সুযোগ পাওয়া উচিত।
ফটোশ্যুটে একটি বার্গেন্ডি রংয়ের প্লাগিন নেকলাইনের পোশাক পরেছেন শ্যানন।
ফটোশ্যুটে কালো অন্তর্বাসে একেবারেই খোলামেলা ভাবে ধরা দিয়েছেন শ্যানন।
শ্যাননের কথায় তিনি তাঁর শরীরের 'সেক্সি সাইড' দেখাতে পছন্দ করেন।
ইনস্টাগ্রামে শ্যানন ইরকে ফলোয়ার্স রয়েছে ৭৩ হাজার। তাঁদের জন্য সোশ্যাল সাইটে এই ফটোশ্যুট শেয়ার করেছেন শ্যানন।
শ্যানন জানিয়েছেন তাঁর কাছে টাকার বিনিময়েও তাঁর ছবি তোলার এমনকি বিয়ের প্রস্তাবও এসেছে।
শ্যানন জানিয়েছেন অনেক পুরুষ অনেকসময় ব্যক্তিগত ছবির জন্য মেয়েদের ডাকে, শরীরের গঠন দেখে এমন প্রস্তাব তাঁর কাছেও এসেছিল।
মিনেসোটার ২৯ বছরের মডেল শ্যানন ইরকের সম্প্রতি লজারি পরে এই ফটোশ্যুট করেছেন।
শ্যানন ইরকে নামে এই মডেল ১৯ বছর বয়সে সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন, পরবর্তীকালে মডেলিংকে পেশা হিসাবে বেছে নিয়েছেন।