IPL 2020: ধোনির খেলাতে বয়সের ছাপ পড়েছে বলে মনে করেন কিরমানি
দীর্ঘদিন পর বাইশ গজে ফিরে মানিয়ে নিতে সমস্যা হচ্ছে ধোনির। চলতি আইপিএলে 'ফিনিশার' ধোনিকে দেখতে পাওয়া যায় নি।
আইপিএলে সাত ম্যাচ হয়ে গেছে, কিন্তু ধোনির ব্যাটে বড় রান নেই। সাত ম্যাচে ধোনি করেছেন ১১২ রান।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া ধোনি ২০১৯ বিশ্বকাপের পর আবার এই আইপিএল দিয়ে মাঠে ফিরেছেন। কিন্তু ফর্মে নেই মাহি। আর তাই সমালোচনার ঝড় সিএসকে অধিনায়ককে নিয়ে।
তিরাশির বিশ্বকাপজয়ী উইকেটকিপার সৈয়দ কিরমানি অবশ্য ধোনির পাশেই দাঁড়াচ্ছেন। তাঁর মতে, "তাদের জন্য খুব দয়া হয়, যারা ধোনিকে নিয়ে সমালোচনা করেন। কেরিয়ারে সবারই একটা সময় আসে যখন পারফরম্যান্স গ্রাফ উপরের দিকে উঠতে থাকে, আবার সময়ের সঙ্গে সঙ্গে সেই গ্রাফ নিচের দিকে নামে। যারা ধোনির সমালোচনা করছে তাদের সেটা বোঝা উচিত। মনে রাখা উচিত, যে ধোনি এক সময়ের সেরা ফিনিশার ছিলেন। অনেকদিন পর খেলায় ফিরেছে। স্বাভাবিকভাবে দীর্ঘদিন মাঠের বাইরে থাকার প্রভাব পড়ছে তার খেলায়।"
পাশাপাশি কিরমানি বলেন, এই বয়সে কারোর মধ্যেই সেই ক্ষিপ্রতা দেখা যায়না। তরুণ ক্রিকেটারদের সঙ্গে তুলনা করা কখনোই উপযুক্ত নয়।