যারা বিজেপির ঝান্ডা খুলেছে, তাদের ঘাড় ধরে বিজেপিতে নিয়ে আসব: দিলীপ ঘোষ

Fri, 04 Dec 2020-11:45 am,

রোজের মতো শুক্রবারও চা চক্রে হাজির দিলীপ ঘোষ। আজ আর মর্নিং ওয়াক নয়, একেবারেই সভা করলেন জোকাতে।

কী কী বললেন দেখে নেওয়া যাক এক ঝলকে। 

* বিজেপি শক্তিশালী হচ্ছে তাই সিন্ডিকেট বন্ধ হচ্ছে * ২৮ হাজার কেস বিজেপি কর্মীদের উপর। * নতুন সময় নতুন বাংলা আমরা গড়ব। * যারা বিজেপির ঝান্ডা খুলেছে, তাদের ঘাড় ধরে বিজেপিতে নিয়ে আসব। * খোকাবাবু আমাকে গুন্ডা বলেছে। এই সমস্ত বন্ধ করতে গুন্ডামি করব। * চৌরাস্তায় দাঁড় করিয়ে মারব। * কাউন্সিলারের জামাকাপড় খুলে মারার হুমকি। * অর্ধেক কাউন্সিলর লাইন দিয়ে রেখেছে বিজেপিতে আসার জন্য।

 

* পুলিসও বিজেপিকে চাইছে এখন * পুলিসকে আমরা তাঁদের সন্মান ফিরিয়ে দেব * উর্দির সন্মান ফিরিয়ে দেবে বিজেপি * যোগ্য সন্মান ও প্রতিষ্ঠা দেবে বিজেপি * ২০১৬ সালে পুলিসকে ফ্ল্যাট দেওয়া হবে বলা হয়েছিল। মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন। আজ পর্যন্ত জমি খুঁজে পাওয়া যায়নি। * ডিসেম্বর মাসে আবার বেহালায় আসব। আর তৃণমূলের লোক খুঁজে পাওয়া যাবে না। *  সিবিআই অ্যাক্টিভ হতেই দিদিমনির বিপি বাড়ছে

* যে পার্টি সরকারে আছে সেই পার্টি ছাড়ছে। ডিসেম্বরেই করোনা ও তৃণমূল বিসর্জন হবে। আমি কথা দিয়ে যাচ্ছি। * মানুষের কাছে বিকল্প ছিল না তাই তৃণমুলকে ঘাড়ে করে বয়ে বেড়াচ্ছিল ৩৫ বছরের কেন্দ্র রাজ্য দ্বন্দ্বের অবসান চাই * কেন্দ্রের বিজেপি নেতারা এলে বহিরাগত বলছে। শাহরুখ খান, প্রশান্ত কিশোর তাহলে কী। *  বিজেপির হাত ধরে বাংলায় নতুন সুর্যদোয় হবে

* কেন্দ্রীয় সরকারের মাথা খারাপ নয় যে দিদিমনি টাকা চাইলেই দেবে। * দুয়ারে সরকারের নামে বাইক মিছিল বের করা হচ্ছে। সরকারি প্রতিনিধিদের খুঁজে পাওয়া যায় না। এখন নাকি তারা দুয়ারে দুয়ারে যাবেন। * গঙ্গার ওপারে তৃণমূল কে ঝান্ডা তুলতে দেব না। * কলকাতায় বিজেপি নেই যারা বলছে তাদের চোখে ন্যাবা হয়েছে * এবার কোনও চালাকি খাটবে না। সব ঔষধ তৈরি। দিদিমনি এবার হারবে। * কর্পোরেশন ইলেকশন আমাদেরই করতে হবে। প্রার্থী পাবেন না। এজেন্ট পাবেন না। আমাদের সাথে যা যা করেছেন আমরা তাই তাই করব। দিদিকে ৫০ টা সিটে আটকে রাখব

* আমপান নিয়ে ব্যাপক দুর্নীতি হয়েছে। পঞ্চায়েত সদস্যরাই টাকা পেয়েছেন। * সাধারণ মানুষ টাকা পাইনি। * পঞ্চায়েত ও পুরসভায় উন্নয়নের জন্য কোটি কোটি টাকা আসছে সেসব যাচ্ছে কোথায়। * বিজেপির চিৎকার চেঁচামেচির পর মাত্র ৩ শতাংশ ডিএ বেড়েছে * কৃষকদের শোষন করা হচ্ছে এ রাজ্যে। এজন্য কৃষকদের প্রধানমন্ত্রী ৬ হাজার টাকা করে দিচ্ছে * হাসপাতালে শুধু বিল্ডিং হয়েছে। কোনও ডাক্তার, নার্স নেই। আয়ুস্মান প্রকল্প চালু করলে মানুষ চিকিৎসা করাতে সুবিধা পেত। বাইরে গিয়েও চিকিৎসা করাতে পারত। * দিদিমনির কাছে টাকা এলে গরীব মানুষ সেই টাকা পাবে না।

 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link