Cyclone Michaung| IAF: মিগজাউমের দাপটে চেন্নাইয়ে বহু জায়গা বিদ্যুত্ বিচ্ছিন্ন, ত্রাণ বিলি শুরু করল বায়ুসেনা
সাইক্লোন মিগজাউমের দাপটে বিপর্যস্থ চেন্নাই ও সংলগ্ন খাঁড়ি এলাকা। রাজ্যের অধিকাংশ জায়গা তুমুল বৃষ্টি হয়েছে। চেন্নাই সংলগ্ন বহু এলাকায় বিদ্যুত্ সরবারহ বন্ধ ছিল। ধীরে ধীরে তা ফিরছে।
চেন্নাইয়ে বৃষ্টির পরিমাণ এতটাই যে বহু এলাকা নৌকো নামিয়ে উদ্ধারকাজ চালাতে হয়েছে। রাস্তায় নেমেছে নৌবাহিনী। পাশাপাশি, ত্রাণের কাজে হাত লাগিয়েছে ভারতী বায়ুসেনা।
মঙ্গলবার সন্ধেয় চেন্নাই হারবার ও আদয়ার এলাকায় ত্রাণের জিনিসপত্র নামাতে শুরু করেছে ভারতীয় বায়ুসেনা। সন্ধের পরই দুটি চেতক কপ্টার রিলিফ অপারেশন শুরু করেছে।
চেন্নাইয়ের যেসব জায়গা এখনও বিচ্ছিন্ন হয়ে রয়েছে সেইসব এলাকায় খাবার ও রেশন দিতে শুরু করা হয়েছে।
বায়ুসেনা সূত্রে খবর, ত্রাণ নিয়ে আরও উড়ান চালু করবে বায়ুসেনা। তামিলনাডু সরকার ও বায়ুসেনার তাম্বরাম ঘাঁটির উদ্যোগে শুরু হয়েছে ত্রাণ বিলি। আবাহাওয়া দফতরের পূর্বাভাস হল ঘূর্ণিঝড়টি অন্ধ্রেপ্রদেশের দিকে সরে গিয়ে বাপাটলা উপকূলে আছড়ে পড়বে। এর প্রভাবে বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টি চলবে তামিলনাডুতে।