স্বাস্থ্যকর্মীদের প্রতি শ্রদ্ধায় হাসপাতালগুলিতে হেলিকপ্টারে পুষ্পবৃষ্টি সেনার, দেখুন অসাধারণ কিছু ভিডিয়ো
দেশে করোনাভাইরাস মোকাবিলায় প্রথম সারিতে লড়ছেন তাঁরা। সেই চিকিত্সক-স্বাস্থ্যকর্মীদের জন্য ফ্লাই-বাই, পুষ্প-বৃষ্টির মাধ্যমে শ্রদ্ধাজ্ঞাপন করল ভারতীয় বায়ুসেনা ও নৌসেনা। কলকাতাতেও ব্যারাকপুর থেকে হেলিকপ্টার ওড়াল বায়ুসেনা।
গোয়া মেডিক্যাল কলেজে পুষ্প-বৃষ্টি বায়ুসেনার চপারের
রাজীব গান্ধী মেমোরিয়াল হাসপাতালের উপর দিয়ে পুষ্পবৃষ্টি বায়ুসেনার চপারের
মুম্বইয়ের উপর দিয়ে স্বাস্থ্যকর্মী ও পুলিসকর্মীদের প্রতি এরিয়াল স্যালুট বায়ুসেনার
জয়পুরে হাসপাতালের উপর দিয়ে ফ্লাইপাস্ট বায়ুসেনার বিমানের। দেখুন সেই অসাধারণ দৃশ্য
বেঙ্গালুরুর ভিক্টোরিয়া হাসপাতালে বায়ুসেনার পুষ্পবৃষ্টি
পুলিস ওয়ার মেমোরিয়ালে পুষ্প-বৃষ্টির মাধ্যমে পুলিসকর্মীদের প্রতি শ্রদ্ধাপ্রকাশ বায়ুসেনার
পাটনা এইমস-এ বায়ুসেনার পুষ্পবৃষ্টি
দিল্লিতে ফ্লাইপাস্টের জন্য পঞ্জাবের রানওয়েতে টেক অফ করছে বায়ুসেনার Su-30MKI
হায়দরাবাদের গান্ধী হাসপাতালের উপর পুষ্পবৃষ্টি বায়ুসেনার
লেহ-তে এসএনএম হাসপাতালের উপর দিয়ে ফ্লাইপাস্ট বায়ুসেনার চপারের
বঙ্গোপসাগরে টহলরত জাহাজে ফর্মেশনে দাঁড়িয়ে থ্যাঙ্ক ইউ লিখে কৃতজ্ঞতা প্রকাশ নৌবাহিনীর।
এইমস-এর উপর দিয়ে বায়ুসেনার চপার
ভোপালের চিরায়ু মেডিক্যাল কলেজ
অসমে গুয়াহাটি মেডিক্যাল কলেজে বায়ুসেনার চপার থেকে পুষ্প-বৃষ্টি
ভুবনেশ্বরের কলিঙ্গ ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সের উপর দিয়ে ফ্লাইবাই