আইসিসি-র টুইটার পেজের কভার ইমেজে মহেন্দ্র সিং ধোনি!
# একদিনের ক্রিকেটে আবার স্বমহিমায় মাহি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের একদিনের সিরিজের সেরা হয়েছেন মহেন্দ্র সিং ধোনি।
# ২০১৯ বিশ্বকাপের আগে ফিরে পাওয়া গেল ফিনিশার ধোনিকে। একদিনের সিরিজে পর পর তিনটি হাফ-সেঞ্চুরি করলেন এমএস ধোনি।
# অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচে ১৯৩ রান করেছেন মহেন্দ্র সিং ধোনি।
# ধোনির এমন পারফরম্যান্সকে কুর্নিশ জানাচ্ছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসিও। আইসিসি-র টুইটার পেজের কভার ইমেজে উঠে এলেন মহেন্দ্র সিং ধোনি।