ICC Test Rankings: কোহলির আগেই রোহিত, অনেকটা এগিয়ে গেলেন শার্দূল
নিজস্ব প্রতিবেদন: আইসিসি-র সদ্য়প্রকাশিত টেস্ট ব়্যাঙ্কিংয়ে রোহিত শর্মা থাকলেন পাঁচেই। তবে ওভাল টেস্টের দ্বিতীয় ইনিংসে অনন্য সেঞ্চুরির (১২৭) সুবাদে ক্যাপ্টেন বিরাট কোহলির থেকে ৩০ রেটিং পয়েন্টে এগিয়ে গেলেন তিনি। অন্যদিকে শার্দূল ঠাকুর বলের পাশাপাশি ওভাল টেস্টে ব্যাট হাতেও কামাল করেছেন। প্রথম ইনিংসে দুরন্ত ৫৭ রানের পর দ্বিতীয় ইনিংসে তাঁর ব্যাটে এসেছে ৬০টি রান। যমজ হাফ-সেঞ্চুরিতে ৭৯ নম্বর থেকে ৫৯ নম্বরে চলে এলেন তিনি। দেখে নেওয়া যাক প্রথম দশে কোন কোন ব্য়াটসম্যান রয়েছে।
একে ইংরেজ অধিনায়ক জো রুট (৯০৩ পয়েন্ট)
দুইয়ে নিউজিল্যান্ড ক্যাপ্টেন কেন উইলিয়ামসন (৯০১ পয়েন্ট)
তিনে স্টিভ স্মিথ (৮৯১ পয়েন্ট)
চারে মার্নাস লাবুশানে (৮৭৮ পয়েন্ট)
পাঁচে রোহিত শর্মা (৮১৩ পয়েন্ট)
ছয়ে ভারত অধিনায়ক বিরাট কোহলি (৭৮৩ পয়েন্ট)
সাতে পাক অধিনায়ক বাবর আজম (৭৪৯ পয়েন্ট)
আটে ডেভিড ওয়ার্নার (৭২৪ পয়েন্ট)
নয়ে কুইন্টন ডি কক (৭১৭ পয়েন্ট)
প্রথম দশে শেষ নাম হেনরি নিকোলস (৭১৪ পয়েন্ট)