যেন জাদুকর! মুখোশধারী ক্রিকেটারকে সাবধান করে দিল আইসিসি

Suman Majumder Sat, 08 Dec 2018-2:29 pm,

মুখোশ পরে গোলের পর সেলিব্রেশন করতে দেখা গিয়েছে ফুটবলারদের। কিন্তু কখনও কোনও ক্রিকেটারকে দেখেছেন, মুখোশে মুখ ঢেকে সেলিব্রেশন করছেন! গত কয়েকদিন ধরে এমনটাই হচ্ছিল। উইকেট পাওয়ার পর মুখোশ পরে সেলিব্রেশন করছিলেন এক বোলার। 

দক্ষিণ আফ্রিকার চায়নাম্যান বোলার তাবরেজ শামসি বরাবরই প্রথাগত সেলিব্রেশনের বাইরে এসে সাফল্য উদ্যাপন করেন। ঠিক তেমনভাবেই সেলিব্রেশন করছিলেন ক্যারিবিয়ান প্রিমিয়র লিগে। 

এর আগে দক্ষিণ আফ্রিকার ঘরোয়া টি-২০ লিগেও তাঁকে দেখা গিয়েছে একইভাবে সেলিব্রেট করতে। উইকেট পেলেই পকেট থেকে বের করে ফেলেন একখানা মুখোশ। এর পর সেটা পরেই চলে সেলিব্রেশন। 

শামসি এমন উদ্যাপনের নাম দিয়েছেন মাস্কড ম্যাজিশিয়ান। মার্কিন জাদুকর ভ্যাল ভ্যালেন্তিনো এই নাম ব্যবহার করেন মঞ্চে পারফর্ম করার সময়। শামসি আরও একরকম অদ্ভুত সেলিব্রেশন করে থাকেন। সেটার নাম শু সেলিব্রেশন। পায়ের জুতো খুলে সেটাকে মোবাইলের মতো ব্যবহার করার ভঙ্গি করেন। যেন মনে হবে, উইকেট শিকারের খবর কাউকে ফোন করে দিচ্ছেন!

শামসির শু সেলিব্রেশন নিয়ে আইসিসি কোনও আপত্তি করেনি। কিন্তু মাঠের মধ্যে কোনওভাবেই মুখোশ পরে সাফল্য উদযাপন করা যাবে না। আইসিসি কড়া বার্তা দিল শামসিকে। এই ধরণের সেলিব্রেশন ভুল বার্তা ছড়ায় বলে মনে করছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। 

১০৩ টি টি-২০ ম্যাচে এখনও পর্যন্ত ১০৭টি উইকেট পেয়েছেন এই প্রোটিয়া স্পিনার। অর্থাত্, ছোট ফরম্যাটে তাঁকে সফল বলাই যায়। কিন্তু এমন সেলিব্রেশনের মানে কী? ২৮ বছর বয়সী শামসি বলছেন, "এখন বোলারদের উপর প্রচুর চাপ থাকে। তাই চাপ কমাতে একটু মজা করার চেষ্টা করি। কাউকে আসম্মান করাটা কিন্তু আমার উদ্দেশ্য নয়।" কিন্তু আইসিসি তাঁর এই যুক্তি মানছে না।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link