ICC World Cup 2019: ইংল্যান্ডেই শেষ বিশ্বকাপ খেলবেন যাঁরা
১. শোয়েব মালিক (পাকিস্তান): পাকিস্তান ক্রিকেট দলের অভিজ্ঞ শোয়েব মালিক ইংল্যান্ডেই সম্ভবত শেষ বিশ্বকাপ খেলতে নামবেন বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।
২. ইমরান তাহির (দক্ষিণ আফ্রিকা): ২০১৯ সালের আইপিএলের পার্পেল ক্যাপ জয়ী বর্ষীয়ান ইমরান তাহির আগেই ঘোষণা করে দিয়েছেন বিশ্বকাপ খেলেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিতে চান। তাই তাহিরের শেষ বিশ্বকাপ ইংল্যান্ডেই।
৩. ক্রিস গেইল (ওয়েস্ট ইন্ডিজ): ২০১৯ সালের বিশ্বকাপ খেলেই যে একদিনের ক্রিকেট থেকে অবসর নেবেন সেটা আগেই জানিয়েছেন ক্যারিবিয়ান বিগ হিটার ক্রিস গেইল। তাই গেইলের যে শেষ বিশ্বকাপ সে নিয়ে আর কোনও সন্দেহ নেই।
৪. লাসিথ মালিঙ্গা (শ্রীলঙ্কা): ২০০৭ থেকে ২০১৫ সাল পর্যন্ত সব কটি বিশ্বকাপেই খেলেছেন। ইংল্যান্ডেই সম্ভবত কেরিয়ারের শেষ বিশ্বকাপ খেলতে নামছেন ৩৫ বছর বয়সী লঙ্কান পেসার।
৫. মহেন্দ্র সিং ধোনি (ভারত): ২০০৭, ২০১১, ২০১৫ বিশ্বকাপে খেলেছেন। ২০১৯ সালে সম্ভবত শেষ বিশ্বকাপে মাঠে নামতে চলেছেন মহেন্দ্র সিং ধোনি।