FIFA World Cup Final 2022 | Messi: বিশ্বজয়ের পরই মূর্তি হাতে পরিক্রমা! নবাবগঞ্জের চা বিক্রেতার নজরকাড়া মেসি-প্রেম

Mon, 19 Dec 2022-3:37 pm,

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ৩৬ বছরের খরার পর অবশেষে মেসির হাত ধরে বিশ্বজয়। কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার জয়ের পর থেকেই খুশির জোয়ারে ভাসছে ইছাপুর নবাবগঞ্জ। আর্জেন্টিনার জয়ে উচ্ছ্বসিত উত্তর ২৪ পরগনার ইছাপুরের নবাবগঞ্জের মেসি ভক্তরা।

মেসি ভক্ত, আর্জেন্টিনার ফ্যান হিসেবে এর আগেও খবরের শিরোনামে এসেছেন নবাবগঞ্জে শিবে পাত্র। তাঁর হাত ধরেই মেসি ফ্যন ক্লাবের জন্ম। আজ বিভিন্ন জায়গার মানুষ এই ক্লাবের সঙ্গে যুক্ত। 

 

পেশায় চা বিক্রেতা শিবে পাত্রের ধ্যান-জ্ঞানে শুধুই আর্জেন্টিনা আর মেসি। বাড়িটাও করেছেন নীল-সাদা রঙে। শুধু কি তাই, মেয়ের বিয়ের থিমও ছিল নীল-সাদা। 

 

শিবে পাত্রের কাছে মেসি ভগবান! চায়ের দোকানের সামনে বসিয়েছেন মেসির মূর্তিও। আর্জেন্টিনা বিশ্বজয়ী হতেই মেসির মূর্তি নিয়ে নবাবগঞ্জের রাস্তায় রাস্তায় ঘুরলেন সবাই মিলে।

 

চলল উদযাপন। মিষ্টিমুখের পালা। আর্জেন্টিনার পতাকা হাতে নীল-সাদা জার্সি পরে তাঁরা নামলেন রাস্তায়।

১০০ ফিটের আর্জেন্টিনার পতাকা হাতে রাস্তায় হাঁটলেন সকলে। মেসির হাতে বিশ্বকাপ উঠতেই আপ্লুত মেসির ভক্তরা।

মেসি জানিয়েছেন, এটি-ই তাঁর শেষ বিশ্বকাপ। তবে আর্জেন্টিনার নীল-সাদা জার্সি পরে আরও কিছুদিন খেলবেন তিনি। 

শিবে পাত্র সহ সব মেসি ভক্তরাই তাই চান, আর্জেন্টিনার জার্সি গায়ে আরও কিছুদিন মাঠ দাপিয়ে বেড়াক ফুটবলের ঈশ্বর। 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link