বসিরহাটে একটা অংশের ভোট হারানোর আশঙ্কায় প্রার্থী বদল তৃণমূলের: সূত্র
লোকসভা ভোটে বসিরহাটে ইদ্রিশ আলিকে প্রার্থী করছে না তৃণমূল। সূত্রের খবর, স্থানীয় সাংসদের বিরুদ্ধে একাধিক অভিযোগ এসেছে তৃণমূলের কাছে।
তৃণমূল সূত্রের খবর, ইদ্রিশ আলিকে প্রার্থী করা হলে বসিরহাটে খারাপ ফল হতে পারে বলে মনে করছে তৃণমূল নেতৃত্ব। ইদ্রিশকে ফোনে জানিয়ে দেওয়া হয়েছে, তাঁকে আর প্রার্থী করছে না দল।
বসিরহাটে ইদ্রিশের পরিবর্তে অন্য কাউকে প্রার্থী করা হতে পারে বলে খবর। কিন্তু কেন?
জানা গিয়েছে, বসিরহাটে ইদ্রিশকে প্রার্থী করা হলে হাতছাড়া হতে পারে একটা অংশের ভোট। আর সে কারণেই ইদ্রিশকে আর প্রার্থী করল না তৃণমূল।
রাজনৈতিক মহলের মতে, রাজ্যে বিজেপির উত্থানের সঙ্গে গতি পেয়েছে হিন্দুত্বের হাওয়া। তার উপরে বসিরহাটের গণ্ডগোলের সঙ্গে জড়িয়ে গিয়েছে ইদ্রিশ আলির নাম। এমতাবস্থায় তাঁকে প্রার্থী করলে গোটা রাজ্যেই কম-বেশি প্রভাব পড়ত।